• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • দশ হাজারের বেশি বিদেশিকে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি

    গত বছর দশ হাজারের বেশি বিদেশি নাগরিককে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। গত ১২ বছরে এই প্রথম ঐ সংখ্যা ১০ হাজার অতিক্রম করল।

    জাপান অভিবাসন সেবা এজেন্সি বলছে যে ১০ হাজার ৬৪৭ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি যা হল পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বা ১৪৬৮ জন বেশি।

    মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ বা সবচেয়ে বেশি সংখ্যক ৮৮৯০ জনকে তাদের প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকার কারণে প্রত্যাখ্যান করা হয়।

    তারা জাপানের বিভিন্ন স্থান দর্শনের উদ্দেশ্যে দেশে প্রবেশ করতে চাই উল্লেখ করলেও বাস্তবে এদেশে বেআইনি ভাবে কাজ করার পরিকল্পনায় ছিল।

    দেশ হিসাবে দেখতে গেলে তালিকার শীর্ষে রয়েছে চীন, যে সংখ্যা হল ৩৭৬৫ যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ গুণ বেশি।

    থাইল্যান্ডের ১৩৯৮ জন এবং তুরস্কের ৯২৫ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

    তিনটি দেশের লোকজন হল মোট অস্বীকৃতি জানানো লোকজনের প্রায় ৬০ শতাংশ।

    এজেন্সি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাখ্যাত হওয়া লোকজনের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি দেশে প্রবেশ করা লোকের সংখ্যাও ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

    জাপানে যাতে বিদেশি নাগরিকেরা বেআইনি ভাবে কাজ করতে না পারে সেই লক্ষ্যে কঠোর ভাবে পরীক্ষা চালাবে তারা বলে এজেন্সি আরো জানায়।

    ভাইরাসের বিরুদ্ধে মাস্কের কার্যকারিতা প্রমাণিত

    জাপানের গবেষকরা বলছেন তারা নিশ্চিত করেছেন যে মুখে পরার মাস্ক ভাইরাস বাতাসে ছড়িয়ে দেয়া এবং তা গ্রহণ করা, উভয় ঝুঁকি হ্রাসের বেলায় কার্যকর। এই ফলাফলে পৌঁছুতে তারা সত্যিকার করোনাভাইরাস এবং পূর্ণ-দেহ মানব মূর্তি ব্যবহার করেছেন।

    টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক কাওয়াওকা ইয়োশিহিরো এবং সহকারী প্রকল্প অধ্যাপক উয়েকি হিরোশি’র নেতৃত্বে একদল গবেষক এই ফলাফল পেয়েছেন।

    পরীক্ষায় তারা দুটি পূর্ণ দেহের মানব মূর্তিকে ল্যাবরেটরিতে মুখোমুখি অবস্থানে রাখেন। এর একটি থেকে বাতাসে ভেসে বেড়ানো করোনাভাইরাস থাকা ক্ষুদ্র কণা ছেড়ে দেয়া হয়। অন্যটিতে মানুষের নিঃশ্বাস গ্রহণের অনুকরণে বাতাস গ্রহণের ব্যবস্থা যুক্ত ছিল।

    একটি পরীক্ষায় গবেষকরা নিঃশ্বাস গ্রহণ করা মানব মূর্তির মুখে মাস্ক পরিয়ে দিয়েছিলেন। তারা বলছেন শুষে নেয়া ভাইরাসের পরিমাণ সেখানে কাপড়ের তৈরি মাস্ক ১৭ শতাংশ পর্যন্ত এবং সাধারণ একটি সার্জিকাল মাস্ক ৪৭ শতাংশ পর্যন্ত হ্রাস করে দেয়। তারা যখন মানব মূর্তির মুখে এন৯৫ মেডিকেল মাস্ক আঁটসাঁটভাবে বসিয়ে দিয়েছিলেন, সেরকম অবস্থায় পরিমাণ ৭৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

    ভাইরাস ছড়িয়ে দেয়া পূর্ণ দেহের মানব মূর্তিতে মাস্ক পরানো হলে কাপড় এবং সার্জিকাল মাস্ক উভয়ের বেলায় মাস্ক না পরা মূর্তির ভাইরাস গ্রহণের পরিমাণ ৭০ শতাংশের বেশি পর্যন্ত হ্রাস করে।

    গবেষকরা এছাড়া আরও জানিয়েছেন যে উভয় মূর্তির মুখে মাস্ক পরিয়ে দেয়া ভাইরাসের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে পারেনি।

    অধ্যাপক কাওয়াওকা বলেছেন আসল ভাইরাস ব্যবহার করে মাস্কের কার্যকারিতা যাচাই করে দেখার কোন গবেষণা এর আগে চালানো হয় নি। অধ্যাপক আরও বলেছেন যে মাস্ক সঠিকভাবে পরা যে গুরুত্বপূর্ণ সেটা তারা নিশ্চিত করেছেন।

    তিনি আরও উল্লেখ করেন মাস্ক যে ভাইরাসকে পুরোপুরি বাধাগ্রস্ত করতে পারেনা, সেটা জানা থাকা গুরুত্বপূর্ণ।

    চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের যৌথ নৌ মহড়া

    মালাবার নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের সঙ্গে এবার যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া। সোমবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে।

    জানা গেছে, নভেম্বরের শেষ দিকে, ভারত, আমেরিকা এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। অর্থাৎ পুরো ‘কোয়াড’ বা ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ’—এর অংশ গ্রহণ হবে এই মহড়া।

    এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হবে যখন চীন এবং অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব চলছে।

    এশিয়াজুড়ে চীনের আগ্রাসন রুখতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ নামে একটি জোট গড়ে তুলে ভারত। আর সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন চার দেশের এই জোটকে ‘ন্যাটো’র সঙ্গে তুলনা করেছিলেন। স্টিফেন বিয়েগুন বলেন , দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন বাড়ছে। বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তেও বেইজিং আক্রমণাত্মক মনোভাব নিয়েছে। তা রুখতে এই জোট কার্যকর ভূমিকা নিতে পারে।

    বেতন কমে সংসার চালাতে হিমশিম, পদত্যাগ চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

    বেতন কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই তিনি আগামী বসন্তে পদত্যাগ করতে চান।

    গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বরিস জনসন বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন।

    তার দল কনজার্ভেটিভের কিছু এমপি এ তথ্য দিয়েছেন। আর এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো ও দ্য মিরর।

    খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পত্রিকায় কলাম লিখতেন। সেমিনারে বক্তব্য করতেন। এতে তিনি মাসে আয় করতেন ২৩ হাজার পাউন্ড। সে হিসেবে তার বার্ষিক আয় ছিলো দুই লাখ ৭৬ হাজার পাউন্ড।

    সংবাদমাধ্যম মিররে বলা হয়, বরিস জনসন কখনো এক মাসে দুটি সেমিনারে বক্তব্য দিয়ে আয় করেছিলেন এক লাখ ৬০ হাজার পাউন্ড।

    তবে হোয়াইটহল সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, পদত্যাগের আগে আরও ছয় মাস অপেক্ষা করতে চান প্রধানমন্ত্রী। যাতে তিনি ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন এবং মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে যুক্তরাজ্যকে রক্ষা করতে পারেন।

    একজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীকে তার ৬ সন্তানের জন্য বছরে খরচ দিতে হয় ৪২ হাজার ৫০০ পাউন্ড। এই খরচ নিয়ে উদ্বিগ্ন তিনি।

    অন্যদিকে বিবাহ বিচ্ছেদের চুক্তি অনুযায়ী সাবেক স্ত্রী মেরিনা হুইলারকে একটা বড় অংকের অর্থ দিতে হয়। সব মিলিয়ে অর্থনৈতিক সমস্যায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ৪ কোটি ছাড়িয়ে গেছে

    বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে।

    চলতি মাসে ফ্রান্স, জার্মানি, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশ এবং রাশিয়ায় রেকর্ড সংখ্যক দৈনিক সংক্রমণের ঘটনা নিবন্ধন করা হয়।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার আন্তর্জাতিকমান সময় সকাল ৬টায় ৪ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮ ছিল বলে জানায়।

    যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮২ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন। এরপর যথাক্রমে ৭৫ লক্ষ সংক্রমণ নিয়ে ভারত, ৫২ লক্ষ নিয়ে ব্রাজিল এবং ১৪ লক্ষ সংক্রমণ নিয়ে রয়েছে রাশিয়া। কোভিড-১৯’এর কারণে সারা বিশ্ব জুড়ে ১১ লক্ষেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

    ভারত ও ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও ক্রমশ শীতকালের দিকে এগিয়ে চলায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও এই সংখ্যা বেড়ে চলেছে।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে প্রথম সংক্রমণের ঘটনাটি নিশ্চিত করার পর থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে সময় লেগেছে ১৬৬ দিন।

    তারা এটিও উল্লেখ করে যে, ২ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে ৪৪ দিন, ৩ কোটিতে পৌঁছাতে লেগেছে ৩৮ দিন এবং চলতি মাসে ৪ কোটি ছাড়িয়ে যেতে সময় লাগে মোট ৩১ দিন।

    টোকিও গেমসকে লক্ষ্য করে রুশ হ্যাকারদের সাইবার হামলা

    বৃটেন জানিয়েছে যে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সার্ভিস চলতি বছরে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক স্থগিত হয়ে যাওয়ার আগে এই গেমস সংশ্লিষ্ট লোকজনকে লক্ষ্য ধরে সাইবার হামলা চালিয়েছিল।

    বৃটিশ সরকার সোমবার জানায়, রাশিয়ার জি-আর-ইউ গোয়েন্দা সংস্থা এই গেমসের আয়োজকবৃন্দ, রসদসামগ্রী সেবা এবং বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে “সাইবার তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান” পরিচালনা করে। এর বেশি কিছু বিস্তারিত তারা জানায়নি।

    বিবিসি আভাস দেয় যে, এই গেমসকে বাধা দেয়ার প্রচেষ্টা হয়তো ডোপিং লঙ্ঘনের জন্য বিভিন্ন খেলা থেকে রাশিয়াকে বহিস্কার করার প্রতিক্রিয়া স্বরূপ করা হয়ে থাকতে পারে।

    বৃটিশ সরকার জানাচ্ছে, জি-আর-ইউ’র সাইবার ইউনিট উত্তর কোরীয় এবং চীনা হ্যাকারের ছদ্মবেশে দক্ষিণ কোরিয়ার ২০১৮ সালের শীতকালীন অলিম্পিককেও লক্ষ্য হিসেবে নিয়েছিল।

    তারা এও জানাচ্ছে, জি-আর-ইউ সম্প্রচারকেন্দ্র, অলিম্পিক কর্মকর্তা এবং অন্যান্যদের লক্ষ্য হিসেবে ধরেছিল এবং এই গেমসের আইটি ব্যবস্থা থেকে উপাত্ত মুছে দেয়ার জন্য নকশা করা বিশেষ ম্যালওয়্যারের প্রয়োগ ঘটিয়েছিল।

    মার্কিন বিচার বিভাগ সোমবার জানায়, ছয় জন জি-আর-ইউ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউক্রেন এবং অন্যান্য দেশে ধারাবাহিক কিছু সাইবার হামলা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।

    রেমডেসিভির নিয়ে ডাব্লিওএইচওর নীতি নির্দেশিকা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিওএইচও, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভাইরাস প্রতিষেধক ঔষধ রেমডেসিভির ব্যবহার সংক্রান্ত নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, কয়েকটি দেশে কোভিড-১৯এর জরুরি চিকিৎসার জন্য ঔষধটির ব্যবহার চালু রয়েছে।

    গত বৃহস্পতিবার ডাব্লিওএইচওর প্রদত্ত এক ঘোষণায়, সংস্থাটির সমন্বয়ে অনুষ্ঠিত এক ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড-১৯এ সংক্রমিত হয়ে মৃত্যু প্রতিরোধ বা হাসপাতালে অবস্থানের সময় হ্রাস করতে রেমডেসিভিরের সামান্য অথবা কোন কার্যকারিতা না থাকার বিষয় প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়। বিশ্বের মোট ৩০টি দেশের ৪শর বেশী হাসপাতালে এই পরীক্ষা চালানো হয়।

    গত শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে, ডাব্লিওএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসুস এই বিষয়ে আরও ব্যাখ্যা প্রদান করেন। তিনি, খুব শীগ্রই এবিষয়ে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    ডাব্লিওএইচওর শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামিনাথান, বিশ্বের দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাগুলো পুনরায় এই ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলের দিকে নজর রেখে রেমডেসিভিরের জরুরি ব্যবহার অব্যাহত রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে উল্লেখ করেন।

    তিনি, ডাব্লিওএইচও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংস্থার নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলেও উল্লেখ করেন।

    ডাব্লিওএইচও বলছে, বর্তমানে নিউমোনিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসোনই হচ্ছে কোভিড-১৯এ আক্রান্ত গুরুতর রোগীদের জন্য একমাত্র কার্যকর ঔষুধ।

    প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে করোনা: চীন 

    প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

    সম্প্রতি করোনায় আক্রান্ত হন চীনের শেংডং প্রদেশের কুইংডাও শহরেদুই বন্দর কর্মী। যদিও করোনার কোনও লক্ষণ ছিল না তাদের। তারা আমদানি করা হিমায়িত মাছ, মাংস জাহাজ থেকে নামানোর কাজ করেন। পরীক্ষা করে দেখা গেছে যে ওই প্যাকেটজাত হিমায়িত খাবারে ছিল রয়েছে করোনার জীবাণু। এরপরই চীনের সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হলো। তবে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই প্যাকেটজাত খাবার থেকে করোনা ছড়ানোর ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    এদিকে শনিবার থেকে ১৯টি দেশের ৫৬টি কোম্পানি থেকে প্যাকেটজাত খাবারের আমদানি বন্ধ করে দিয়েছে চীন।

    এর আগে গত জুলাই মাসে চিনের উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বন্দরে ডালিয়ানের শুল্ক দফতরের কর্মকর্তারা আমদানিকৃত হিমায়িত চিংড়ির প্যাকেজিংয়ে করোনাভাইরাস খুঁজে পেয়েছিলেন। সেই সময় চীন বাইরে থেকে চিংড়ির আমদানি সাময়িক স্থগিত রেখেছিল।

    কোভিড-১৯ প্রতিরোধের পদক্ষেপ অবশ্যই অব্যাহত রাখতে হবে: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জোর দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় ইউরোপের অনেক দেশে বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের প্রয়োজন এখনও রয়ে গিয়েছে পুরোপুরি।

    ডব্লিউএইচও বলছে, ইউরোপে চলতি মাসে দু বার দৈনিক সংক্রমণের মোট সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে যায়।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ইউরোপের জন্য নিযুক্ত আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি বলেন, ইউরোপে দৈনিক সংক্রমণের ঘটনা দ্বিগুন বৃদ্ধি পেয়ে এপ্রিল মাসের তুলনায় তিন গুনে পৌঁছেছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণকারী করোনা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তিনি এও জানান, নিশ্চিত সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আংশিক কারণ হোল, পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।

    হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা ও মান উন্নত হওয়ার কথা উল্লেখ করে ক্লুজ জানান যে, ইউরোপে করোনাভাইরাসে প্রাণনাশের সংখ্যা আগের তুলনায় এক পঞ্চমাংশে নেমে এসেছে।

    ডব্লিউএইচও, ইউরোপীয় দেশসমূহকে শীতকালে ইনফ্লুয়েঞ্জার বিস্তারের ওপর ঘনিষ্ঠ নজর রাখতে আহ্বান জানিয়ে বলেছে, ফ্লু এবং কোভিড-১৯ এর জোড়া মহামারী যদি শুরু হয়ে যায়, তাতে বিরাট চাপ পড়বে চিকিৎসা ব্যবস্থার ওপর।

    টোকিওতে শুক্রবার নতুন করে ১৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত তারা ১৮৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

    দৈনিক এই সংক্রমিত হওয়ার সংখ্যা গতকালের সংখ্যা ২৮৪ থেকে ১০০ কম, তবে পর পর ৪ দিন ১০০-র উপরে রয়েছে।

    রাজধানীতে বর্তমানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০৪ জনে।

    তেজস্ক্রিয় পানি বিষয়ে সমাধানে পৌঁছতে চাইছে জাপান

    জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী কাজিইয়ামা হিরোশি বলেছেন যে, সরকার সংকটাপন্ন ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মজুত তেজস্ক্রিয় পানি কিভাবে বর্জ্য হিসেবে ফেলে দেয়া হবে তা নিয়ে যত দ্রুত সম্ভব একটি সমাধানে পৌঁছানোর উপায় খুঁজে দেখছে।

    ২০১১ সালের মার্চ মাসের দুর্ঘটনার সময় গলে যাওয়া পরমাণু জ্বালানি শীতল করার জন্য ব্যবহৃত পানি অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলার জন্য পরিশোধন করা হয়। তবে, ট্রিটিয়াম এবং অন্য কিছু পদার্থ পানির মধ্যে থেকে যায় এবং ফুকুশিমা কেন্দ্রে মজুত এই ধরনের পানির পরিমাণ দিন দিন বেড়ে চলেছে।

    ফেব্রুয়ারি মাসে, সরকারি এক প্যানেল পরিবেশগত এবং অন্যান্য আদর্শমান পূরণ করার পর্যায় পর্যন্ত পাতলা করার পরে এই পানি সমুদ্রে বা বাষ্পাকারে বাতাসে ছেড়ে দেয়ার প্রস্তাব দেয়। প্যানেল এও জানায়, এগুলো হচ্ছে বাস্তবভিত্তিক বিকল্প।

    তারপর থেকে স্থানীয় অধিবাসী এবং মৎস্য, বন ও কৃষি খাতের ব্যবসা পরিচালনাকারীদের মতামত সংগ্রহ করে বিষয়টি নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় তা সরকার বিবেচনা করছে।

    কাজিইয়ামা শুক্রবার সাংবাদিকদের বলেন, চিরদিনের জন্য বিষয়টি সমাধান না করে রেখে দেয়া যাবে না। তিনি এও বলেন, বিভিন্ন বিকল্প বিবেচনা এবং একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।

    জাপানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে শুক্রবার তার দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান প্রধান সমস্যা সামাল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    সুগা সাংবাদিকদের বলেন, জনগণের জন্য কাজ করা একটি মন্ত্রিপরিষদ গঠনের পর এক মাস পেরিয়ে গেছে এবং তিনি অনুভব করছেন, সময় অত্যন্ত দ্রুত চলে যায়। তিনি এও বলেন, গতির বোধগম্যতা সহ এবং কোনরকম দ্বিধা না করে যা করা উচিত তা তিনি পালনের জন্য সবসময় সতর্ক থাকেন।

    তিনি তার একটি নীতিগত লক্ষ্য হিসেবে মোবাইল ফোনের বিল হ্রাসের কথা উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্রুত কী অর্জন করা যায় তা শুরু করার মধ্য দিয়ে সংস্কার নিয়ে এগিয়ে যাবেন, যাতে করে লোকজন এর উপকারিতা অনুভব করতে পারেন। তিনি এও বলেন, তিনি তার মূল সংকল্পের কথা ভুলে না গিয়ে একের পর এক বিভিন্ন বিষয় সমাধান করবেন।

    উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বর্ধিত করা হল

    ২০টি প্রধান অর্থনীতির একটি গ্রুপ বা জি-২০, করোনাভাইরাস মহামারীর কারণে সমস্যায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার লক্ষ্যে একটি ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ ছয় মাস পিছিয়ে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে।

    জি-২০’র অর্থ মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনররা বুধবার ইন্টারনেটের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন। ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ চলতি বছরের শেষ নাগাদ নির্ধারিত ছিল তবে তা বর্ধিত করার সিদ্ধান্ত নেন তারা।

    আগামী মাসের শেষে নির্ধারিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ঋণের পরিমাণ কমিয়ে আনার মত বিভিন্ন ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করার বিষয়েও তারা সম্মত হন।

    এযাবতকাল পর্যন্ত ঋণ লাঘব সংক্রান্ত আলোচনায় চীনের অংশ গ্রহণ ছিল এক প্রতিবন্ধক। সেখানকার সরকারের সাথে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের বিস্তারিত নিয়ে কিছুই জানায়নি এবং ঋণ পরিশোধ স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

    জাপানের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিষেধক টিকা প্রস্তুত করতে ২০২২ সাল হয়ে যেতে পারে

    জাপানি ওষুধ কোম্পানিগুলো আভাস দিয়েছে যে দেশের অভ্যন্তরে নির্মিত করোনাভাইরাস প্রতিষেধক টিকা সম্ভবত ২০২২ সাল নাগাদ বিতরণের জন্য প্রস্তুত হবে।

    নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক টিকা উন্নয়ন কাজে জড়িত পাঁচটি ওষুধ কোম্পানি বুধবার ইয়োকোহামা শহরে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে অংশ নেয়। জৈবপ্রযুক্তি প্রদর্শনের একটি অংশ ছিল এটি।

    তারা যে টিকা উন্নয়ন করছে তার বৈশিষ্ট্য এবং একাজে কতটা অগ্রগতি অর্জিত হয়েছে তা কোম্পানিগুলো ব্যাখ্যা করে বলে। ওসাকা ভিত্তিক একটি স্টার্ট আপ কোম্পানি, ডিএনএ জিনকে জড়িত করে নতুন এক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষা শুরু করেছে। ঐ কোম্পানির একজন মুখপাত্র বলেন, উন্নয়ন কাজ মসৃণ ভাবে এগোলেও ব্যাপক হারে উৎপাদনের জন্য টিকাটি প্রস্তুত করতে ২০২২ সালের দ্বিতীয়ার্ধ হয়ে যেতে পারে।

    প্রধান এক ওষুধ কোম্পানির একজন মুখপাত্র বলেন যে আরএনএ বা রাইবোনিউক্লিক এসিড জিন ব্যবহার করে তার কোম্পানি প্রতিষেধক টিকা উন্নয়ন করছে। যত শিগগিরি সম্ভব টিকা উন্নয়ন করতে পারবে বলে কোম্পানির আশা এবং ২০২২ সালকে তারা লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে।

    ওষুধ কোম্পানিগুলো ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সংস্থার একজন মুখপাত্র বলেন যে কার্যকারিতা এবং নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষন করে থাকে। টিকা জাপানে বা বিদেশে যেখানেই উন্নয়ন করা হোক না কেন পক্ষপাতহীন ভাবে তারা এর যোগ্যতা বিচার করে দেখবে। উল্লেখ্য, ঐ সংস্থা দেশের অভ্যন্তরে তৈরি ওষুধের মূল্যায়ন করে থাকে।

    ১৭৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে টোকিও

    টোকিও মেট্রোপলিটন সরকার বলছে বুধবার ১৭৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণ তারা নিশ্চিত করেছে।

    টোকিওতে নিশ্চিত হওয়া মোট সংক্রমণের সংখ্যা এখন হচ্ছে ২৮,১৩৬টি।

    রাজধানীতে মারাত্মক অসুস্থ রোগীর সংখ্যা এখন হচ্ছে ২৫, মঙ্গলবারের চাইতে যা দু’টি কম।