• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অ্যাবের দিল্লি সফর
    কৌশলগত অংশিদারিত্ব বাড়াতে ভারত-জাপান ঐকমত্য
    দুই এশীয় গণতান্ত্রিক শক্তি ভারত ও জাপান কৌশলগত অংশিদারিত্ব বাড়ানোর ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের এই সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক পরিমন্ডলে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পরিমন্ডলেও দিল্লি-টোকিও উন্নত সম্পর্ক এবং প্রভাব বিদ্যমান।
    যৌথ সংবাদ সম্মেলনে মোদী উল্লেখ করেন, ভারতের দ্রুত উন্নয়নে জাপান তো শরিক হবেই, একই সঙ্গে সন্ত্রাসবাদ, পরমাণু শক্তির আস্ফালন এবং অন্য যেকোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত-জাপান হাত মিলিয়ে কাজ করবে। আর লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ এর মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের কথাও ঘোষণা করেন তারা।
    অন্যদিকে, দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আর উত্তর কোরিয়া যেভাবে পরমাণু অস্ত্র বানাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে, কঠোরতম ভাষায় তার নিন্দা করেন দুই নেতা। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও জাপান হাত মিলিয়ে কাজ করবে এবং সামরিক সহযোগিতা আরও বাড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

    জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

    ফের জাপানের ওপর দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোক্কাইডো সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘তার দেশ এমন বিপজ্জনক কাজ ‘কখনও সহ্য’ করবে না।’
    আবে আরো বলেন, ‘উত্তর কোরিয়া যদি এমন কাজ করতেই থাকে তবে তাদের ভবিষ্যৎ ভালো নয়।’ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক মিত্র চীন ও রাশিয়ার উপর এই দোষ চাপিয়েছেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ায় তেল রফতানি করে চীন আর সেদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নিয়োগ দেয় রাশিয়া। এই দুই দেশকে অবশ্যই এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপক্ষে ব্যবস্থা নিতে হবে।’
    এর আগেও, গত মাসে উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়। পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বহনযোগ্য একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোরও দাবি করে পিয়ংইয়ং। বিবিসি।