• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ

    বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য ২০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স। ৪ লাখ রোহিঙ্গাকে আগামী ছয় মাস সহায়তা দিতে এই সহায়তা প্রয়োজন।
    রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এটা সুনিশ্চিত তথ্য নয় তবে আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী এটি আমরা ধারণা করছি। ওয়াটকিন্স বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এখনো অব্যাহত আছে তাই বলা যাচ্ছে না কত মানুষের জন্য কতদিনের ব্যবস্থা করতে হবে।
    তিনি বলেন, আমরা অবশ্যই ১০ বছরব্যাপী পরিকল্পনা করতে চাই না কারণ আমরা আশা করতে চাই আলোচনার মাধ্যমে এদের ফেরত পাঠানো সম্ভব হবে। আমরা বেশি দূরের ভবিষ্যত নিয়েও পরিকল্পনাও করতে চাই না কারণ এতে একটা খারাপ সংকেত যাবে যে এই মানুষগুলো এখানে দীর্ঘ সময়ের জন্য থাকবে।
    ওয়াটকিন্স বলেন, আমাদের দাতাগোষ্ঠী একবছরের বেশি সময়ের জন্য সহযোগিতা করতে প্রস্তুত নয় কারণ আমরা অনেক বেশি অর্থের চাহিদা দিয়েছি। রয়টার্স।

    মিয়ানমারে মুসলিম ইস্যু : বিশ্ব কি অস্বীকার করবে এই ছবি?

    ১৯৩৬ সালে তোলা একটি ঐতিহাসিক ছবি। স্থান- তৎকালিন রেঙ্গুন বিশ্ব বিদ্যালয়, বার্মা। ছবিতে মাঝখানে চেয়ারে পা তুলে বসে আছেন একজন রোহিঙ্গা, তার নাম আবদুর রশীদ। তিনি ছিলেন অল বার্মা স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি এবং তার ডান পাশে বসে বসে থাকা লোকটি সুচির পিতা অং সান ওই সংগঠনটির সাধারণ সম্পাদক। বাম পাশে যিনি বসে আছেন তিনি আবদুর রাজ্জাক, বার্মা মুসলীম লীগের সভাপতি। মূলত বার্মার স্বাধীনতা এসেছিলো তাদের হাত ধরেই। আর এই রোহিঙ্গা সভাপতি আবদুর রাজ্জাক আজকের মিয়ানমারের সংবিধানের খসড়া প্রণয়নকারী। অথচ জেনারেল মিন অং হিয়াং এবং অং সান সুচি উভয়েই জাতি ঘৃনার প্রকাশ ঘটাতে গিয়ে কার্যত বার্মার রাজনৈতিক ইতিহাসকেই অস্বীকার করলেন।
    সুচির বাবা জেনারেল অং সানের অন্যতম রাজনৈতিক সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং জেনারেল অং সানের গঠিত বার্মার স্বাধীনতা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন আবদুর রাজ্জাক। ১৯৪৭ এর ১৯ জুলাই জেনারেল অং সানের সাথে যে ৬ জন মন্ত্রী খুন হন তাদের মধ্যে আবদুর রাজ্জাক অন্যতম। বার্মা আজও রাষ্ট্রীয়ভাবে ১৯ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে থাকে। কেবল আবদুর রাজ্জাকই নন, সুচির বাবা এবং বার্মার জাতির পিতা জেনারেল অং সানের সবচেয়ে ঘনিষ্ট রাজনৈতিক সহযোগীদের মধ্যে আরও অনেক মুসলমান ছিলেন। সূত্র : ইউকিপিডিয়া, ইন্টারনেট।