• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপান-বাংলাদেশ ইকোনমিক ডায়ালগ আজ

    বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে জাপানের ইকোনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের উদ্যোগে তৃতীয় জাপান-বাংলাদেশ পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার জাপানের টোকিওতে এ যৌথ সংলাপ হবে।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ ডায়ালগে অংশ নেবে। বাণিজ্য সচিব, ইআরডি সচিব, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রধানরা বাংলাদেশের প্রতিনিধিদলে থাকবেন।

    জাপান-বাংলাদেশ পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও জাপানি বিনিয়োগ বৃদ্ধি করা। ডায়ালগে বাংলাদেশে বিনিয়োগ, শিল্পের বৈচিত্র্য ও মানোন্নয়ন নিয়েও আলোচনা হবে।

    ডায়ালগ ও সেমিনারের পাশাপাশি জাপানের বিভিন্ন মন্ত্রণালয় ও জাইকার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

    বায়ুমন্ডলে রেকর্ড মাত্রার কার্বন ডাই অক্সাইড

    পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতি ২০১৬ সালে রেকর্ড পরিমাণ পর্যায়ে পৌঁছেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্বের আবহাওয়াবিষয়ক সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির দাবি, গত ১০ বছরের তুলনায় গত বছর কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির গড় ৫০ শতাংশ বেড়েছে।
    গবেষকরা বলছেন, মানব প্রজাতির কর্মকান্ড এবং এল নিনোর প্রভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমন এক মাত্রায় পৌঁছেছে যা ৮ লাখ বছরের মধ্যে দেখা যায়নি। এ ধরনের ঝুঁকিগুলো বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যকে অসাধ্য করে তুলছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
    উল্লেখ্য, এল নিনো হছে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার একটি নিরবিছিন্ন পরিবর্তন। পূর্ব-কেন্দ্রীয় গ্রীষ্মমন্ডলীয় শান্ত সমুদ্রের জলের গড়পড়তা তাপমাত্রায় যখন কমপক্ষে ০.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস-বৃদ্ধি হয় তখনকার পরিস্থিতিকে এল নিনো বলে বিবেচনা করা হয়। ২ থেকে ৭ বছর পরপর এমন অবস্থার সৃষ্টি হয়। এল নিনোর কারণে খরা হওয়ার কারণে গাছপালা কার্বন ডাই অক্রাইড কম শোষণ করে
    ডবিøউএমও এ বছর ৫১টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রিনহাউজ গ্যাস বুলেটিনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে কার্বন ডাই অক্সাইড ব্রদ্ধির গড় ৪০৩.৩ পার্টস পার মিলিয়ন বা পিপিএম হয়েছে; যা আগের বছর ৪০০ পিপিএম ছিল। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছিল গত এল নিনোর সময়, ১৯৯৭-১৯৯৮ সালে। এ বৃদ্ধির হার ছিল ২.৭ পিপিএম কিন্তু এখন সেই বৃদ্ধির হার ৩.৩ পিপিএম। গত ১০ বছরের বৃদ্ধির গড় থেকে এটি ৫০ শতাংশ বেশি।’
    ডব্লিউএমও’র বৈশ্বিক বায়ুমন্ডল পর্যবেক্ষণ কর্মসূচির প্রধান ওকসানা তারাসোভা বিবিসিকে বলেন, ‘এ নেটওয়ার্কের আওতায় ৩০ বছরে আমাদের দেখা সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ঘটনা এটি।
    এল নিনোর কারণে খরা সৃষ্টি হয় আর তাতে গাছপালা কার্বন ডাই অক্সাইড কম শোষণ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, গত ৭০ বছরে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির পরিমাণ প্রায় ১০০ গুণ বেড়েছে।

    ফেসবুকে নিউজ শেয়ারে গুনতে হবে অর্থ

    বিনা পয়সায় কোনো কিছু সরাসরি আর প্রচার করবে না ফেসবুক। যারা ফেসবুকে পেজ তৈরি করে বিভিন্ন নিউজ প্রচার করেন, সেসব প্রকাশকের জন্য নিউজফিডের সুবিধা রাখছে না ফেসবুক কর্তৃপক্ষ। অর্থাৎ মূল্য পরিশোধ বা খরচ করলে পেজে পোস্ট করা স্টোরি ব্যবহারকারীদের নিউজফিডে দেখাবে না তারা। ইতোমধ্যে পেজ পাবলিশার বা প্রকাশকদের পোস্ট ছয়টি দেশের নিউজফিডে দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক। এটিকে আপাতত পরীক্ষামূলক বলছেন ফেসবুকের কর্মকর্তারা।

    সম্প্রতি ফেসবুক ‘এক্সপ্লোর ফিড’ নামের নতুন একটি ফিচার চালু করেছে। এতে পরীক্ষামূলকভাবে প্রকাশক ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা কনটেন্ট মূল ফিড থেকে সরিয়ে ফেলছে ফেসবুক। এসব পোস্ট পৃথকভাবে এক্সপ্লোর ফিডে থাকবে। তবে এক্সপ্লোর ফিডগুলো নিউজফিডে দেখাবে না। এক্সপ্লোর ফিডের লক্ষ্য হচ্ছে নতুন কনটেন্ট পোস্ট ব্যবহারকারীকে দেখানো।
    ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের দুটি ফিড দেখানো হবে। একটিতে পরিবার, বন্ধু-বান্ধব ও অন্যটিতে প্রতিষ্ঠান ও প্রকাশকদের। শ্রীলঙ্কা, বলিভিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, গুয়াতেমালা ও কম্বোডিয়াতে পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে। তবে এখনই বৈশ্বিকভাবে এটি চালু করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ফেসবুক।
    ফেসবুকের প্রতিশ্রুতি সত্ত্বেও ফেসবুকের ওপর নির্ভরশীল অনেক প্রতিষ্ঠান আতঙ্কে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পেজের বিভিন্ন স্টোরি মূল ফিড থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বড় ধরনের পরিবর্তন। পেজ পোস্টগুলো এক্সপ্লোর ফিডে সরিয়ে দেওয়ায় প্রকাশকদের পোস্টের ‘অর্গানিক রিচ’ দুই তৃতীয়াংশ কমে গেছে।

    ওসীয়্যাতের গুরুত্ব ও তাৎপর্য : হাফেয মাওলানা মাহমুদুর রহমা

    ওসীয়্যাতের সংজ্ঞা হচ্ছে নিজের উপর আল্লাহ্ তাআলার হক্ অথবা বান্দার হক্ সংশ্লিষ্ট কোন করণীয় বা বর্জনীয় ফরয বা ওয়াজিব যদি বাকী থাকে, এমতাবস্থায় ঐ ব্যক্তির উপর তার ওয়ারিসদের প্রতি এ ব্যাপারে ওসীয়্যাত করাও ফরয বা ওয়াজিব হিসেবে গণ্য হবে। তার যিম্মায় কোন ফরয-ওয়াজিব যদি বাকী না থাকে তাহলে ওসীয়্যাত করা মুস্তাহাব। (শরহে মুসলিম-২/৩৯, তাকমিলায়ে ফাত্হুল মুলহিম-২/৯৪, ৯৫, দুররে মুখতার-৬/৬৪৮)।

    ওসীয়্যাতের গুরুত্ব সম্পর্কে হাদীসে হযরত আব্দুল্লাহ্ ইব্নে উমর (রাযি.) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমানের উপর ওসীয়্যাত যোগ্য কিছু রয়েছে, তার জন্য ওসীয়্যাতনামা না লিখে দুই রাতও অতিবাহিত করা উচিৎ নয়। (বুখারী শরীফ-১/৩৮২, মুসলিম শরীফ-২/৩৯)।

    কোন কোন বর্ণনায় এক রাত আবার কোন বর্ণনায় তিন রাতের কথাও উল্লেখ রয়েছে। এজন্য মুহাদ্দিসগণ বলেন, আসলে হাদীস দ্বারা উদ্দেশ্য হল, কোন মুসলমানের জন্য নিজের ওসীয়্যাতনামা লিপিবদ্ধ করা ব্যতীত সামান্য সময়ও অতিবাহিত করা উচিৎ নয়। কিন্তু সুষ্ঠুভাবে ওসীয়্যাত বিষয়াবলীকে চিন্তা করে লেখার জন্য উপরোল্লিখিত সময়ের কথা বলা হয়েছে। যার সর্বশেষ সময় হল, তিন দিন। (ফাত্হুল বারী-৫/৩৫৮)। এজন্য উক্ত হাদীসের বর্ণনাকারী হযরত ইব্নে উমর (রাযি.) বলেন, যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত কথা শুনেছি, সেদিন থেকে এক রাত অতিক্রম করার পূর্বেই আমার ওসীয়্যাতনামা আমার নিকট লিখে রেখেছি। (মুসলিম শরীফ-২/৩৯, ফাত্হুল বারী-৫/৩৮৫)। তাই উলামায়ে কিরাম সুস্থাবস্থায় যথাসম্ভব তাড়াতাড়ি নিজের ওসীয়্যাতনামা লিপিবদ্ধ করে রাখাকে মুস্তাহাব বলেছেন। (শরহে মুসলিম-২/৩৯)।

    ওসীয়্যাতের উপরোল্লিখিত বিধানসমূহ জ্ঞানসম্পন্ন, স্বাধীন, বয়স্ক, অল্প বয়স্ক নর-নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাদের বুদ্ধিমান, চতুর বা বিবেচনাশীল হওয়া ও মহিলাদের জন্য বিবাহিতা হওয়া এবং স্বামীর অনুমতি নেওয়া এগুলোর কোনটাই শর্ত নয়। (ফাত্হুল বারী-৫/৩৫৬)। একবার ওসীয়্যাতনামা লিপিবদ্ধ করার পর পুণরায় কোন বিষয়ে ওসীয়্যাত করার প্রয়োজন দেখা দিলে পূর্বের ওসীয়্যাতনামার সঙ্গে তা সংযোজন করে নিবে। (র্শহে মুসলিম-২/৩৯)। হযরত জাবির (রাযি.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওসীয়্যাত করে মারা গেল সে সঠিক রাস্তা ও সুন্নাতের পথের উপর রয়েই মারা গেল, তাক্বওয়া ও শাহাদাতের উপর মারা গেল এবং ক্ষমা প্রাপ্তাবস্থায় মারা গেল। (ইব্নে মাজাহ্-১৯৮ পৃঃ)।

    উক্ত হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, নিজের যিম্মায় কোন হক্ না থাকলেও ওসীয়্যাত করা, ক্ষমাপ্রাপ্তি এবং বড় পুণ্য ও সাওয়াবের অধিকারী হওয়ার কারণ। (আহ্সানুল ফাত্ওয়া-১/২৫)।

    ওসীয়্যাতের উপর হাদীস শরীফের এ তাকীদ ও ফযীলতের প্রতি তীক্ষ দৃষ্টি রেখেই হযরাত উলামায়ে কিরাম যুগে যুগে ওসীয়্যাতনামা লেখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। ইমামে আযম আবু হানীফা (রাহ্.), বড় পীর আব্দুল ক্বাদীর জিলানী (রাহ্.), শাহ্ ওলীউল্লাহ্ মুহাদ্দিসে দেহ্লভী (রাহ্.), হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রাহ্.)এর মত বুযুর্গানে দ্বীনের ওসীয়্যাতই এর প্রমাণ। এ বিষয়ে একটি কথা বিশেষভাবে মনে রাখা দরকার, ওসীয়্যাত করা না হলে অনাদায়ী নামায রোযার জন্য ওয়ারিসগণের উপর কাফ্ফারা, ফিদ্ইয়া আদায় করার হুকুম ওয়াজিব হিসেবে বর্তায় না। (জাওয়াহিরুল ফিক্বাহ্-১/৩৯৩)। তবে যারা ওলী ও ওয়ারিস থাকে, তারা নিজের পক্ষ থেকে আদায় করে দিলে দিতে পারে। এতে আশা করা যায়, আল্লাহ্ তায়ালা নিজ দয়া গুণে তা কবুল করে নিবেন এবং মৃত ব্যক্তির অপরাধ ক্ষমা করে দিবেন। কিন্তু এটাও স্মরণ রাখতে হবে যে, ওসীয়্যাত করা না হলে মৃত ব্যক্তির মাল থেকে ফিদ্ইয়া দেওয়া জায়েয নয়। (বেহেশতী যেওর-৩/২০, আহ্সানুল ফাত্ওয়া-৩/৪৪)।

    সমগ্র জীবন দ্বীনদারী বজায় রেখে চলার পরও নিজের সন্তান-সন্ততিকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে অনেকেরই মৃত্যু কালীন এবং মৃত্যুর পরবর্তী কাজগুলো সুন্নাত মোতাবেক আদায় হয়-ই না, বরং তাতে নানা প্রকার বিদ্আত ও কুসংস্কারের অনুপ্রবেশ ঘটে। এগুলো থেকে বেঁচে থাকার জন্য নিজের সন্তান-সন্ততিকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং বিশেষভাবে জীবনের অন্তিম মুহূর্তে তাদেরকে এতদুদ্দেশ্যে ওসীয়্যাত করে যাওয়া প্রত্যেকের জন্যই অপরিহার্য কর্তব্য। (আহ্সানুল ফাত্ওয়া-১/২১, ২২, ৪/২৩১, ২৩২)।

    যামানার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই আরিফ বিল্লাহ্ হযরত মাওলানা শাহ্ হাকীম মুহাম্মদ আখতার দামাত বারাকাতুহুম (করাচী)এর লিখিত ওসীয়্যাত নামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের একান্ত প্রয়োজনীয় বিষয়াবলীর প্রতি গুরুত্ব দিয়ে অত্র ওসীয়্যাত নামাটি হযরতের বিশিষ্ট খলীফা হযরত মাওলানা মুফ্তী নূরুল আমীন (মুফ্তী দারুল উলূম মাদ্রাসা, খুলনা এবং খতীব ও পেশ ইমাম মিনারা জামে মসজিদ, খুলনা) কর্তৃক লিখিত হল। যাতে প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে ওয়ারিসগণের প্রতি ওসীয়্যাত করতে পারেন। ওসীয়্যাত নামাটি নিুরূপ।

     

    বিসমিল্লাহির রাহমানির রাহীম

    আমি ……………………. এর পক্ষ থেকে নিজ সন্তানাদি এবং প্রিয়জনদের প্রতি ওসীয়্যাত করছি।

    তারিখ- …………………….

    ওসীয়্যাতনামা

    (১) আমার মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসীন নিজে বা অন্য কারো দ্বারা বেশী বেশী পাঠ করবে বা করাবে। (ইব্নে মাজাহ্-১/১০৫, ফাত্ওয়ায়ে শামী-২/১৯১)। এবং কালেমার তালক্বীন করবে বা করাবে।

    এক্ষেত্রে বিশেষভাবে গাইরে মাহ্রাম মহিলাদের আমার নিকটে আসতেই দিবে না/কোন গাইরে মাহ্রাম পুরুষ দ্বারা কালেমার তালক্বীন, সূরা ইয়াসীন পাঠ ইত্যাদির ক্ষেত্রে খাস পর্দার প্রতি বিশেষ খেয়াল রাখবে। সাবধান! যেন খাস পর্দার খেলাফ না হয়। (মুসলিম শরীফ-১/৩০০, তিরমিযী শরীফ-১/১৯২, র্দুরে মুখ্তার-২/১৯০)। মৃত্যুর পর আমার লাশের পাশে সম্মিলিতভাবে কুরআন পাঠ করবেনা বা করাবে না। তবে পৃথক পৃথকভাবে নিজ নিজ স্থান থেকে যার যা তাওফীক হয় পাঠ করে বখ্শে দিতে পারবে। (ফাত্ওয়ায়ে শামী-২/১৯৪)।

    (২) মারা যাওয়ার সাথে সাথে প্রথমেই গোসল ও স্বল্প সময়ের মধ্যে কাফন-দাফনের ব্যবস্থা করবে। (আবুদাঊদ শরীফ-২/৪৫০, র্দুরে মুখ্তার-২/১৯৩)।

    (৩) আমার জানাযার প্রস্তুতি, গোসল, কাফন ও দাফনের ক্ষেত্রে পুরাপুরি সুন্নাতের অনুসরণ করবে। (মা-লাবুদ্দা মিনহু-১৩৬ পৃঃ)।

    (৪) আমার মৃত্যুর পর উŽচস্বরে ক্রন্দন বা নাজায়েয কথা বলবে না। (তিরমিযী শরীফ-১/১৯৫, বুখারী শরীফ-১/১৭২, মুসলিম শরীফ-১/৩০২, মা-লাবুদ্দা মিনহু-১৩৬ পৃঃ)।

    (৫) আল্লাহ্ তায়ালার মেহেরবানীতে যদি বৃহস্পতি বার রাত্রে বা শুক্রবার সকালে আমার মৃত্যু নসীব হয়, তাহলে জুম্আর পূর্বেই কাফন-দাফন সম্পন্ন করবে। জানাযায় বেশী লোক শরীক হওয়ার উদ্দেশ্যে বা কোন নিকটতম আত্মীয়ের দর্শনের জন্য আমাকে জুম্আর আগে যেন কাফন-দাফন হতে বিরত না রাখা হয়। (ফাত্ওয়ায়ে শামী-২/২৩৯, আহ্সানুল ফাত্ওয়া-১/২৮, ৪/২৪১)। মৃত্যু হলে আমাকে ……………….. দ্বারা জানাযার ব্যবস্থা করবে। (মা-লাবুদ্দা মিনহু-১৩৬ পৃঃ)।

    (৬) অসুস্থতা বা অন্য কোন কারণে যদি আমার বিগত জীবনের নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদী অনাদায়ী থাকে, তাহলে কাফফারা, ফিদ্ইয়া, হজ্ব , যাকাত আমার স্থাবর অস্থাবর ষোল আনা সম্পত্তি থেকে প্রথমে আমার কাফন-দাফন ও ঋণ পরিশোধের পর যা কিছু অবশিষ্ট থাকবে, তার এক তৃতীয়াংশ দ্বারা আদায় করবে। (জাওয়াহিরুল ফিক্বাহ্-১/৩৯২, মিরক্বাত-৪/২২৮, বেহেশ্তী যেওর-৩/২০)।

    (৭) আমার মৃত্যুর পর আত্মার মাগফিরাতের জন্য যদি কোন কিছু করতে ইচ্ছা কর, তাহলে দ্বীনদার আমলদার পরহেযগার ও হক্কানী মুফ্তী আলেমের সাথে পরামর্শ করে কাজ করবে। নিজের ইচ্ছামত কোন কাজ করবে না। (ফাযায়েলে সাদাক্বাত, ২য় খণ্ড)।

    (৮) আমাকে বুগলী বা সিন্দুকী কবরে দাফন করবে। কারণ তা উৎকৃষ্ট। (বুখারী শরীফ-১/১৭৯, মুসলিম শরীফ-১/৩১১, আবুদাঊদ শরীফ-২/৪৫৮, তিরমিযী শরীফ-১/২০২, র্দুরে মুখ্তার-২/২২৪)। কবরে ঠিক ডান কাতে ক্বিবলামুখী করে শোয়ানো সুন্নাত। এমনভাবে শোয়াবে, যেন সিনা পুরোপুরি ক্বিবলার দিকে ফিরে থাকে। প্রয়োজন হলে মাথা এবং পিঠের নীচে মাটি দেওয়া যাবে। (চিৎ করে শুইয়ে দিয়ে কেবল মুখটি ক্বিবলার দিকে ফিরিয়ে দেওয়ার নিয়ম সঠিক নয়। এতে শুধু লাশের উপর কষ্ট দেওয়া হয়)। (ফাত্ওয়ায়ে আলমগিরী-১/১৬৬, আহ্সানুল ফাত্ওয়া-১/২৮)।

    (৯) পুরুষদের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব। (যিয়ারতের শাব্দিক অর্থ দেখা বা দর্শন করা। পরিভাষায় কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালামের দোয়া পড়ে কবরের কথা, কবরের আযাবের কথা এবং দুনিয়ার যিন্দেগীর অসারতার কথা চিন্তা করে অন্তর নরম করা এবং মৃত ব্যক্তিদের জন্য কিছু সাওয়াব বখ্শিশ করাকে কবর যিয়ারত বলে।) সপ্তাহে অন্ততঃ একদিন আমার কবর যিয়ারত করার চেষ্টা করবে। শুক্রবার সবচেয়ে ভাল। (মুসলিম শরীফ-১/৩১৩, ৩১৪, তিরমিযী শরীফ-১/২০৩, আবুদাঊদ শরীফ-২/৪৬১, ফাত্হুল বারী-৩/১৪৮)।

    সাওয়াব বখশিশ করার কয়েকটি সঠিক নিয়ম

    (ক) কিছু টাকা-পয়সা, ভাত-কাপড় কোন অভাবগ্রস্ত মু’মিন লোককে দান করে তার নিকট কোন কিছু প্রকাশ না করে নিজেরাই আল্লাহর নিকট দোয়া করবে যে, হে আল্লাহ্! এর বিনিময়ে যে সাওয়াব হয় তা অমুককে পৌঁছে দিও। (মুসলিম শরীফ-১/৩২৪)।

    (খ) সাদাকায়ে জারিয়া তথা মাদ্রাসা, মসজিদ, তালিবে ইল্ম-মুর্দারিসগণের খরচ, দ্বীনি কিতাব ইত্যাদি কাজে কিছু টাকা-পয়সা বা স্থাবর সম্পত্তি দান করে নিজেই আল্লাহর কাছে দোয়া করবে যে, হে আল্লাহ্! এর যা কিছু সাওয়াব হয়, তা অমুককে পৌঁছে দিও। নিয়্যাতে যেন গোলমাল না হয়, অর্থাৎ- নাম যশ খ্যাতির নিয়্যাত হওয়া উচিৎ নয়। খালেস আল্লাহর ওয়াস্তে নিয়্যাত করবে। নতুবা সাওয়াব হবে না বা পৌঁছবে না। (মুসলিম শরীফ-২/৪১)।

    (গ) পবিত্র কুরআন শরীফের কিছু অংশ পাঠ করে যেমন সূরা ফাতিহা, সূরা বাক্বারার প্রথম ও শেষ তিন আয়াত, সূরা ইয়াসীন, সূরা মুল্ক, সূরা ইখ্লাস তিন বার ইত্যাদি বা সম্পূর্ণ কুরআন শরীফ, নফল নামায-রোযা, তাস্বীহ্, ইস্তিগফার, দরূদ শরীফ পড়ার মাধ্যমে আমাকে উপকৃত করবে।

    কেননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “মৃত ব্যক্তি কবরে পানিতে হাবুডুবু খেতে থাকা ব্যক্তির ন্যায়। সদা সে পিতা-মাতা ও ভাই-বোন, বন্ধুর দোয়া দ্বারা উপকৃত হওয়ার প্রতীক্ষায় থাকে।” (ফাত্ওয়ায়ে শামী-২/২৪৩, ফাত্হুল মুলহিম-৩/৩৮, মা-লাবুদ্দা মিনহু-১৩৭ পৃঃ)। অতঃপর আল্লাহর নিকট এরূপ দোয়া করবে যে, হে আল্লাহ্! অমুকের গুনাহ্ মাফ করে দাও, কবর আযাব হতে বাঁচিয়ে রাখ, অমুকের আখেরাতের মুশ্কিল আসান করে দাও। তার উপর রহ্মত নাযিল কর। তাকে চিরস্থায়ী সুখ দান কর। তার ভুল-ত্র€টি মাফ করে দাও। তোমার দয়া ও অনুগ্রহ দ্বারা তার পাপরাশিকে ক্ষমা করে দাও। ময়লা কাপড় যেমন ধুয়ে পরিস্কার করা হয়, তাকে পাপের ময়লা থেকে সেরূপ পরিস্কার করে দাও। এই জগতের বাড়ী, সঙ্গী এবং যুগল থেকে উত্তম বাড়ী, উত্তম সঙ্গী এবং উত্তম যুগল দান কর। তাকে বেহেশ্ত দান কর। তাকে সম্মানিত কর। তার স্থান প্রশস্ত করে দাও এবং কবর ও দোযখের আযাব থেকে রক্ষা কর। (মুসলিম শরীফ-১/৩১১)।

    (১০) সাওয়াব রিসানীর উদ্দেশ্যে প্রচলিত যে সমস্ত অনুষ্ঠানাদি পালন করা হয়ে থাকে তা সম্পূর্ণ বর্জন করবে। যেমন, মীলাদ মাহ্ফিল, কুলখানি, তিন দিনের বা ৪০ দিনের খানা খাওয়ানো, মৃত্যু বা জন্ম বার্ষিকী পালন ইত্যাদি। (ফাত্ওয়ায়ে শামী-২/২৪০, মা-লাবুদ্দা মিনহু-১৩৬ পৃঃ)।

    (১১) পারিশ্রমিকের বিনিময় যেমন, টাকা-পয়সা নযরানা স্বরূপ লেনদেন করা, খানা খাওয়ানো বা মিষ্টি বিতরণের মধ্য দিয়ে হোক, কুরআন খতম, কালেমা খতম ও দোয়া দরূদ করানো থেকে বিশেষভাবে বিরত থাকবে। এগুলো কুরআন-হাদীসের আলোকে সম্পূর্ণ হারাম। (তাফ্সীরে মাআরিফুল কুরআন, সূরা বাক্বারাঃ ৪২ নং আয়াত, ছারছীনার মরহূম পীর হযরত মাওলানা শাহ্ নেছার উদ্দীন আহ্মদ (রাহ্.) প্রণীত আল্ ক্বওলুস্ সাদীদ-৩, ৪ পৃঃ)। মাআরিফুল কুরআনে ফাত্ওয়ায়ে শামীর বরাত দিয়ে বলা হয়েছে, আল্লামা শামী র্দুরে মুখ্তারের শরাহ্ এবং শিফাউল আলীল গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলীলাদিসহ প্রমাণ করেছেন যে, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের উদ্দেশ্যে কুরআন খতম বা অন্য কোন দোয়া-কালাম ও ওযীফা পাঠ করানো হারাম। কারণ এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কুরআন পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে, উভয়ই গুনাহ্গার হবে। বস্তুতঃ যে পড়ছে সে যখন কোন সাওয়াব পাচ্ছে না, তখন মৃতের আত্মার প্রতি সে কি পৌঁছাবে? কবরের পাশে বসে দেখে দেখে বা পারিশ্রমিকের বিনিময়ে কুরআন শরীফ খতম করানোর রীতি সাহাবী, তাবিঈন এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বিদ্আত।

    (১২) যে এলাকায় আমার ইন্তিকাল হয় সে এলাকার কবরস্থানে আমাকে দাফন করবে। (ত্বাহ্ত্বাভী-৩৩৭ পৃঃ, আহ্সানুল ফাত্ওয়া-১/২৭, ৪/২১৮)।

    (১৩) গোসল দেওয়ার সময় (পুরুষ হলে) নাভি থেকে হাঁটু পর্যন্ত, (মহিলা হলে) সম্পূর্ণ শরীরের পর্দার প্রতি খেয়াল রাখবে। যার নিয়মঃ দু’জন লোক একটি চাদর শরীরের সামান্য উপরে দুই পাশ থেকে টেনে ধরবে। (ফাত্ওয়ায়ে শামী-২/২২৩, আহ্সানুল ফাত্ওয়া-৪/২২৩)। এবং গায়েবানা জানাযা পড়বে না ও পড়াবে না। কেননা, এটা শরীয়তে নাজায়েয। (দুররে মুখতার- ২/২০৯)।

    (১৫) মরণোত্তর আমার চক্ষুসহ অন্য কোন অঙ্গ দান করবে না। কারণ তা নাজায়েয।

    (১৬) মুখ দেখানোর প্রথা থেকে সতর্কতা অবলম্বন করবে। বিশেষ করে গাইরে মাহ্রাম মহিলাদের, গাইরে মাহ্রাম পুরুষদেরকে মুখ দেখানো থেকে বিরত রাখবে। (আহ্সানুল ফাত্ওয়া-৪/২২৯)।

    (১৭) স্মরণ রাখবে! কবরে ঘর বানানো হারাম। অতএব আমার কবর পাকা বা লেপা-পোঁচা করবেনা। মযবুতের জন্য কবর পাকা করা, কবর অনেক উঁচু করা এবং লেপা মাকরূহে তাহ্রীমী। (মুসলিম শরীফ-১/৩১২, আহ্সানুল ফাত্ওয়া-৪/১৮৯, ১৯৯, তিরমিযী শরীফ-১/২০৩)।

    (১৮) সুন্নাতের প্রতি সজাগ দৃষ্টি রেখে পাঁচ ওয়াক্ত নামায গুরুত্ব সহকারে জামাআতের সাথে, মহিলারা নিজ নিজ গৃহে পর্দা সহকারে আদায় করবে। নামাযের বাইরেও সুন্নাতের নিয়মাবলী ও মাসনূন দোয়াসমূহের প্রতি খুবই গুরুত্বারোপ করবে। (বুখারী শরীফ-১/৮৯, মুয়াত্তা মালিক-৩ পৃঃ, হিদায়া-১/১২৬)।

    (১৯) স্বীয় বাড়ীতে বেপর্দা রমণী, জীব-জন্তুর ছবি, টিভি, গানবাদ্য এগুলো ঢুকতে দিবে না। (মুসলিম শরীফ-২/১৯৯ ও ২০০, কাশ্কুলে মা’রিফাত-৫৬৭ পৃঃ, তিরমিযী শরীফ-২/৪৪, মিশ্কাত শরীফ-২/৩১৮)।

    (২০) বিবাহ-শাদীসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে সকল প্রকার কু-প্রথা, অপচয় থেকে বিরত থাকবে। যেমন, গায়ে হলুদ, গেট সাজানো, ক্লাবে বিবাহ ইত্যাদি। বিশেষ করে বিবাহ সুন্নাত মোতাবেক মসজিদে সম্পন্ন করার চেষ্টা করবে। (তিরমিযী শরীফ-১/২০৭, বেহেশ্তী যেওর-৬/১৬-৪১)।

    (২১) সব সময় সুন্নাতানুসারী আলেম, তালেবে ইল্ম, হক্কানী পীর-বুযুর্গ ও অন্যান্য সকল দ্বীনের সহীহ্ খাদেম ও মুবাল্লিগদেরকে আন্তরিকভাবে মুহাব্বত করবে, খেদমত করবে এবং সু-সম্পর্ক রেখে চলবে। (তা’লীমুল মুতাআল্লিম-৫৮ পৃঃ, আহ্সানুল ফাত্ওয়া-১/২৬)।

    (২২) প্রতিদিন কুরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস করবে। (আহ্সানুল ফাত্ওয়া-১/২২)। এবং কোন সুদক্ষ ক্বারী সাহেবের নিকট থেকে কুরআন শরীফের অক্ষরগুলো মশ্ক্ব করে নিবে। সবসময় কুরআন শরীফের ৪টি হকের দিকে লক্ষ্য রাখবে। হকগুলো হলো, পবিত্র কুরআন শরীফের (ক) মুহাব্বত (খ) সম্মান (গ) বিশুদ্ধ তিলাওয়াত (ঘ) কুরআন শরীফের আদেশ নিষেধের অনুসরণ করা। (কাশকুলে মা’রিফাত-৫৬৭ পৃঃ)।

    (২৩) হক্কুল ইবাদ (বান্দার হক্) যথাযথ আদায় না করে থাকলে হক্ প্রাপ্তদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে এবং অর্থ সম্পদ সংশ্লিষ্ট হক্ হলে সেগুলো পরিশোধের ব্যবস্থা করবে। (তিরমিযী শরীফ-১/২০৬, ইব্নে মাজাহ্-২/১৭৭, মা-লাবুদ্দা মিনহু-১৩৭ পৃঃ)।

    (২৪) ত্যাজ্য সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টনের পূর্বে কোন প্রকার দান-খয়রাত, গরীব-মিসকীনদের খাওয়ানো ইত্যাদি থেকে অবশ্যই বিরত থাকবে। কারণ ত্যাজ্য সম্পত্তি বন্টনের পূর্বে তা থেকে মেহ্মানদের আদর-আপ্যায়ন, দান-খয়রাত ইত্যাদি করা বৈধ নয়। এ ধরনের দান-খয়রাত দ্বারা মৃত ব্যক্তি কোন সাওয়াব পায় না। বরং সাওয়াব মনে করে দেওয়া আরো কঠোর গুনাহ্। বিশেষ করে ওয়ারিস যদি নাবালক এতীম থাকে। কেননা, এতীমের মাল খাওয়া আগুন খাওয়ার শামিল। এতীমের অনুমতি নিয়েও দান-খয়রাত করবে না, কারণ নাবালকের অনুমতি ধর্তব্য নয়। (তাফ্সীরে মা’আরিফুল কুরআন-২/২১৮)।

    (২৫) ছেলে-মেয়েসহ সকল ওয়ারিসের হক্ পাই পাই হিসেব করে বুঝিয়ে দিবে। বিশেষ করে মেয়েদের হকের ব্যাপারে বেশী সাবধানতা অবলম্বন করবে। (তাফ্সীরে মাআরিফুল কুরআন-২/২১৫)।

    (২৬) ভাই-বোনের পারস্পরিক সুন্দর সম্পর্ককে কোন মূল্যেও ভঙ্গ হতে দিবে না। এই সুন্দরতম সম্পর্ক এবং বহু দামী মূলধনের হিফাযতের জন্য যদি নফ্সের কামনা-বাসনা ও মাল-সম্পদ এবং পদ-মর্যাদাও কুরবানী দিতে হয়, তবুও তাতে কখনও অস্বীকৃতি জানাবে না। আপোষের মধ্যে ঐক্য এবং মুহাব্বতের দ্বারা আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি ও আখেরাতের নিয়ামতসমূহ ছাড়াও দুনিয়ার মধ্যে শান্তি, তৃপ্তি, খুশী, বরকত এবং সম্মান ও মাল-সম্পদের মধ্যে উন্নতি হয়। এর বিপরীত মতানৈক্য, আল্লাহ্ তায়ালার অসন্তুষ্টি এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও দুনিয়াতে পেরেশানী, অপমান, দারিদ্রতা ও ধ্বংসের কারণ হয়। স্মরণ রাখতে হবে যে, দুনিয়াবী সম্পর্ক বজায় রাখতে গিয়ে আল্লাহ্ তায়ালার কোনরূপ হুকুম যেন আদৌ লঘন করা না হয়। (আহ্সানুল ফাত্ওয়া-১/২৩, ২৪)।

    (২৭) কোন সমস্যা বা প্রয়োজন সামনে আসলে সালাতুল হাজাত নামায পড়ে একমাত্র আল্লাহ্ তায়ালার নিকট সমাধান চেয়ে নেওয়ার অভ্যাস করবে এবং কোন নেককার আলেম বা প্রিয়জনদের নিকট দোয়ার আবেদন জানাবে। মাঝে মধ্যে সালাতুল হাজাত পড়ে আল্লাহ্ তায়ালার নিকট স্বীয় আÍশুদ্ধির জন্য দোয়া করবে। (কাশ্কুলে মা’রিফাত-৫৬৮, আহ্সানুল ফাত্ওয়া-১/২৭)।

    পরিশেষ, দুনিয়ায় চলতে গেলে আচার-ব্যবহার, কথা-বার্তায় এমন কি শাসনের ক্ষেত্রে শিক্ষা-দীক্ষায়, ইচ্ছা-অনিচ্ছায় কেউ না কেউ কষ্ট পাওয়া স্বাভাবিক। কাজেই আমি সকলের কাছে আল্লাহর ওয়া¯ে ক্ষমা চাই। আমাকে দিল থেকে ক্ষমা করে দিবে। যদি জানতে পার যে, কেউ আমার দ্বারা কষ্ট পেয়েছে, তবে তার নিকট আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিতে আপ্রাণ চেষ্টা করবে। (আহ্সানুল ফাত্ওয়া-১/২৬)।

    স্বাক্ষর……………………………………………………

    গ্রাম………………………………………………………

    পোঃ……………………………………………………….

    থানা………………………………………………………

    জেলা……………………………………………………..

     

     

    বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

    বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেল স্টোর অ্যামাজনের স্টক লাফিয়ে বাড়তেই মাইক্রোসফটের প্রতিাতা বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন জেফ বেজোস। গত শুক্রবার অ্যামাজনের স্টক ১৩.৫ শতাংশ বাড়ার পরই এই খবর সামনে আসে। এর আগে গত আগস্টেও গেটসকে একবার টপকে গিয়েছিলেন বেজোস। অ্যামাজন সংস্থায় বেজোসের ৮ কোটি শেয়ার রয়েছে। স¤প্রতি সংস্থার স্টক বেড়ে যাওয়ায় একদিনে ১ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়ে গিয়েছে বেজোসের। ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। তাই এই মুহূর্তে তিনি বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন। রয়টার্স।

    জাপানে টাইফুন সাওলার আঘাতে ভূমিধসের আশংকা

    জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে শনিবার টাইফুন সাওলা ধেয়ে আসায় সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ এর প্রভাবে শক্তিশালী ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। খবর এএফপি’র।
    খবরে বলা হয়, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ ঝড় ধেয়ে আসছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাওলার অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।
    শনিবার সন্ধ্যার দিকে ঝড়টি ওকিনাওয়া ও গ্রীস্মমন্ডলীয় ছোট দ্বীপপুঞ্জ অতিক্রম করতে যাচ্ছে এবং এটি রবিবার সকাল নাগাদ জাপানের দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার কিছু নদীর বেড়ে যেতে পারে। এএফপি।
    দু্ই-তৃতীয়াংশ আসনে জয় অ্যাবের: উ. কোরিয়াকে মোকাবিলার অঙ্গীকার
    জাপানের আগাম পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দল। এর মাধ্যমে সংবিধান সংশোধনে আর কোনো বাধা থাকলো না অ্যাবের কোয়ালিশন দলের। খবর এবিসি নিউজ ও সিএনএনের

    জাপানের গণমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, শিনজো অ্যাবের লেবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং ছোট অংশিদার মিলে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩১২টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩১০টি আসন। চারটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। এ নিয়ে তৃতীয় মেয়াদে অ্যাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী অ্যাবে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন। তিনি রবিবারই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি সার্বভৌমত্ব রক্ষায় কঠোর নীতি গ্রহণ করবেন। সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা হবে।

    রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে অবরোধের আওতায় আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

    সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো বর্বরতায় ক্ষিপ্ত হয়ে এবার মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গ্লোবাল ম্যাগনিৎস্কি আইনের আওতায় এ অবরোধ আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।
    উল্লেখ্য, গ্লোবাল ম্যাগনিৎস্কি আইনের অধীনে বিশ্বের যেকোনো স্থানে মানবাধিকারের চরম লঙ্ঘন ও দুর্নীতি কারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে যুক্তরাষ্ট্রের নির্বাহী বিভাগ। এ নিষেধাজ্ঞার আওতায় পড়লে সেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে না, যুক্তরাষ্ট্রের কোনো সম্পদ তারা ভোগ করলে তা ছিনিয়ে নেওয়া হয়।
    স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। বিবৃতিতে আরো বলা হয়, ‘বেসরকারি গোষ্ঠী ও নজরদারি কমিটিসহ যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নৃশংসতার জন্য দায়ী হলে তাদের নিশ্চিতভাবে জবাবদিহির আওতায় আনা হবে।’
    আগামী মাসের শেষে আসিয়ানের এক সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় তিনি মিয়ানমারসহ আসিয়ানভুক্ত দেশগুলোতে সফর করবেন। তার এই সফরের আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানানো হলো। কয়েক মাস ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়ন চললেও এবারই প্রথম মিয়ানমারকে কড়া ভাষায় ‍হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। কিন্তু বারাক ওবামার আমলে মিয়ানমারের ওপর থেকে তুলে নেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবার বহালের মতো বড় কোনো পদক্ষেপের দিকে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের ধীরগতির পদক্ষেপের সমালোচনা করছে আন্তর্জাতিক সমালোচকরা।
    গত আগস্ট মাসে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী বর্বর অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এখনো রোহিঙ্গারা আসছে। জাতিসংঘের হিসাবমতে, এ পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সময়ের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি বিশ্বসম্প্রদায় আহ্বান জানালেও তাতে কান দেয়নি তারা। রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ এই নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে চিহ্নিত করেছে জাতিসংঘ। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছেন। কিন্তু সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়, তারা বাঙালি। কিন্তু ইতিহাস বলছে, প্রায় সাড়ে ৭০০ বছর ধরে রোহিঙ্গা মুসলিমরা রাখাইনে বসবাস করছে। রয়টার্স।

    নোবেল প্রাপ্তিতে পুরুষের চেয়ে নারীরা কেন এত পিছিয়ে

    বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক বলে বিবেচিত নোবেল পুরস্কার। ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি এই ছয়টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৮৯২ জনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। যার মধ্যে নারী নোবেল বিজয়ীর সংখ্যা মাত্র ৪৮ জন। মজার বিষয় হলো, এ বছরও নোবেল বিয়জী ১১ জনের সবাই পুরুষ।
    নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি কুরি। তেজস্ক্রিয়তার ওপর গবেষণার জন্য ১৯০৩ সালে স্বামী পিয়েরে কুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এরপর ১৯১১ সালে রসায়নেও নোবেল জেতেন ম্যারি কুরি। পিচব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করায় অসামান্য অবদানের জন্য তিনি রসায়নে নোবেল জেতেন। তিনিই একমাত্র নারী বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় পৃথকভাবে নোবেল জয়ের কৃতিত্ব লাভ করেছেন।
    মজার তথ্য হলো, ম্যারি কুরির মেয়ে ইরিনে জলিয়েট কুরিও নোবেল জিতে ছিলেন। ১৯৩৫ সালে রসায়নে অসামান্য অবদানের জন্য নোবেল জেতেন ইরিনে জলিয়েট কুরি। পদার্থ বিজ্ঞান কিংবা রসায়নে এককভাবে কোনো নারীর নোবেল জয়ের রেকর্ড থাকলেও ১৯৮৩ সালের আগ পর্যন্ত চিকিত্সা শাস্ত্রে কোনো নারীর নোবেল জয়ের কৃতিত্ব ছিল না। ১৯৮৩ সালে প্রথমবারের মতো এককভাবে চিকিত্সা শাস্ত্রে নোবেল জেতেন মার্কিন নারী বারবারা ম্যাকক্লিটক। এর এক দশক পর জার্মান বিজ্ঞানী ক্রিশ্চিয়ানে নুসেলিয়েন ভোলহার্ডও চিকিত্সা শাস্ত্রে নোবেল জেতেন।
    সব থেকে কম বয়সে নোবেল জয়ের নজির গড়েন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়ার পর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা।
    তবে নোবেল পুরস্কারের ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমায় নোবেল জয়ী নারীদের সংখ্যা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন অনেকেই। প্রায় ৯০০ জন নোবেল বিজয়ীর মধ্যে নারীর সংখ্যা মাত্র ৪৮ হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। বিবিসির পক্ষ থেকেও হয়েছে নানান অনুসন্ধান। কারণ এমন অনেক নারী ছিলেন যাদের অসামান্য অবদান থাকার পরও নোবেল পুরস্কার পাননি।
    উদাহরণ হিসেবে অস্ট্রেলীয় নারী বিজ্ঞানী লিসে মেইটনারের কথা বলা যেতে পারে। তেজস্ক্রিয় বিক্রিয়ায় অবদান রাখার জন্য ১৯৩৭ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ২৯ বার নোবেল কমিটির বাছাইয়ে তার নাম থাকলেও তিনি কখনো নোবেল পুরস্কার লাভ করেননি। এছাড়া রসায়ন বিজ্ঞানের জন্যও তিনি বাছাই কমিটিতে জায়গা পেয়েছিলেন ১৯ বার। কিন্তু তারপরও তিনি নোবেল পাননি। নোবেল মিউজিয়ামের কিউরেটরদের মতে, নারীদের সংখ্যা কম হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই।
    নোবেল বিজয়ীদের তালিকায় সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নোবেল জয়ী বিজ্ঞানীদের একটা উল্লেখযোগ্য অংশই অভিবাসী আমেরিকান। এদের কেউ শিশু বয়সেই বাবা-মায়ের হাত ধরে গিয়েছিলেন আমেরিকায় আবার কেউ কেউ কর্মজীবন শুরুর পরই পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়।

    ‘সুপার মেজরিটি’ অর্জনের পথে শিনজো অ্যাবে

    জাপানের সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা পেতে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নেতৃত্বাধীন জোট। রবিবার নির্বাচন বুথ ফেরত জরিপে দেখা গেছে অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বাধীন ৩১১ আসন পেতে যাচ্ছে যা প্রায় দুই তৃতীয়াংশ বা ‘সুপার মেজরিটি’।
    অন্য কিছু জরিপে দেখা গেছে দুই তৃতীয়াংশ থেকে সামান্য কম আসন পেয়েছে এলডিপি। এই সুপার মেজরিটি জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ‘শান্তি সংবিধান’ সংশোধনে ইচ্ছুক অ্যাবের জন্য প্রয়োজনীয়। ১৯৪৭ সালে জাপানের দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের করা সংবিধানে ৯ অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধের অধিকার সম্পূর্ণভাবে ত্যাগ করে জাপান।
    জাপান এই মূলমন্ত্রকে সামনে রেখেই নীতিমালা গ্রহণ করেছে এরপর থেকে এবং বলে আসছে তাদের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্য বহাল রাখা হয়েছে। কিন্তু অ্যাবে সবসময় এটা পরিষ্কার বলে এসেছেন তিনি এর পরিবর্তন চান। এই জয় এলডিপিতে তার নেতৃত্ব আরো তিন বছর বাড়ার সুযোগ তৈরি হল, আগামী সেপ্টেম্বরে এই বিষয়ে দলের ভোট হবে। আর এতে ২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা অ্যাবে জাপানের ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সৃষ্টি পাবেন।

    রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের চিঠি

    ব্রিটিশ জাহাজ টাইটানিকের যাত্রী আমেরিকান ব্যবসায়ী অস্কার হলভারসন জাহাজটি ডুবে যাবার আগের দিন অর্থাৎ ১৩ই এপ্রিল ১৯১২ তার মাকে একটি চিঠি লিখেছিলেন। এবার সেটিই নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। জানা গেছে, চিঠিটি ১২৬ হাজার ডলারে বিক্রি হয়। টাইটানিকের নোটপেপারে লেখা একমাত্র ওই চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে থাকলেও ভালো অবস্থাতেই ছিল।

    ব্রিটিশ এক নাগরিকের কাছে এটি বিক্রি করা হয়, ওই ব্যক্তি টেলিফোনে নিলামে অংশ নিয়েছিলেন। নিলামদার অ্যান্ড্রু অ্যালড্রিজ বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা ‘ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন।’ উল্লেখ্য, হলভারসন ও তাঁর স্ত্রী ম্যারি সাউদাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন, তাদের বাড়ি নিউইয়র্কে ফিরে যাবার কথা ছিল তাদের। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের কিছু বর্ণনা। ‘জাহাজটা বিশাল বড় এবং দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তার স্ত্রীও রয়েছে আমাদের সঙ্গে। কোটি কোটি টাকা থাকলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন।’
    টাইটানিক ডুবে যাবার ফলে যে পনেরোশো মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে একজন ছিলেন হলভারসন। জেজে অ্যাস্টর ও তার স্ত্রীও মারা যান। তবে ম্যারি হলভারসন বেঁচে গিয়েছিলেন। তার স্বামী অস্কার হলভারসনের মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন তার পকেটে চিঠিটা পাওয়া যায়। চিঠিটার মধ্যে এখনও সাগর ও পানির চিহ্ন রয়েছে। হলভারসনের ওই চিঠি তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। নিলামদার অ্যালড্রিজ বলছেন ‘সম্ভবত এটাই জাহাজের কোনো যাত্রীর লেখা একমাত্র চিঠি যেটা তার মৃত্যুর কারণে পোস্ট না করা হলেও প্রেরকের কাছে পৌঁছেছে।’
    জাপানে সাধারণ নির্বাচন আজ: জয়ের সম্ভাবনা অ্যাবের
    জাপানের সাধারণ নির্বাচন আজ রবিবার। নির্দিষ্ট সময়ের এক বছর আগেই দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনেও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দলের জেতার সম্ভাবনা রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টোকিও গভর্নর ইউরিকো কোকি।
    গত মাসে শিনজো অ্যাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন। জাতীয় বিভিন্ন সমস্যা এবং উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু এই নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। ৪৮তম পার্লামেন্ট নির্বাচনে ভোটদানের হার কম হবে বলেই ধারণা করা হচ্ছে। অ্যাবের সরকারের বিরুদ্ধে দুটি দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ আছে। তবে অ্যাবে এসব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
    বিরোধী দল অভিযোগ করছে, নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, অ্যাবে মূলত উত্তর কোরিয়া ইস্যুকে নির্বাচনে জয়ের ক্ষেত্রে ব্যবহার করছেন। নির্বাচনে ১ হাজার ১৮০ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে অ্যাবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, সরকারের অংশীদার বুদ্ধিস্ট পার্টি হিসেবে পরিচিত কোমিয়েতো রয়েছে।
    তাদের বিরোধী পার্টি হিসেবে আছে পার্টি অব হোপ। গত মাসে ইউরিকো কোকি এই পার্টি গঠন করেন। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কোয়ালিশন দলগুলোর জেতার সম্ভাবনা রয়েছে। তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এর ফলে সংবিধান সংশোধনে তাদের আর কোনো বাধা থাকবে না।

    আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বলে জানা গেছে। সকাল ১০টার দিকে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিবেন তিনি।
    হাজিরা দেওয়ার সময় খালেদা জিয়া আদালতের কাছে নিজের জামিন চাইবেন। দুর্নীতির অভিযোগে করা এক মামলায় পূর্ব নির্ধারিত তারিখে আদালতে এই হাজিরা দিচ্ছেন তিনি।
    উল্লেখ্য, গত ১৫ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। ৩ মাসের বেশি সময় ধরে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চোখ ও পায়ের চিকিৎসা নেন তিনি। এরপর গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছানে এসে পৌঁছান খালেদা জিয়া ।
    জানা যায়, যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানিসহ ৫টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হঠাৎ করে দুই দিনে এসব মামলায় আদালতের পরোয়ানা জারির প্রেক্ষাপটে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠাও বিরাজ করছিল। কেউ কেউ গ্রেফতারের আশঙ্কা করেন। এ নিয়ে রাজনৈতিকদের মধ্যে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গিয়েছে।
    প্রতিক্রিয়ায় বিএনপির নেতা মওদুদ আহমদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেত্রীর বিরুদ্ধে সরকার রাজনৈতিক মনোভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানাকে তিনি ভয় পান না।’ তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি আদালতে গিয়ে সব মামলায় জামিন নেবেন।’

    নারীদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক’ শহর মিশরের কায়রো!

    বিশ্বে নারীদের নিরাপত্তার জন্য মিশরের রাজধানী কায়রোকে বলা হচ্ছে ‘সবচেয়ে বিপজ্জনক’ শহর। আর নারীদের জন্য খারাপ মহানগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে সপ্তম স্থানে, তবে যৌন সহিংসতার দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ।মেগাসিটি বা বড় শহরগুলোর ওপর থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত একটি আন্তর্জাতিক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

    বিশ্বজুড়ে ১৯টি মেগাসিটিতে পরিচালিত এই জরিপে নারী ইস্যুতে বিশেষজ্ঞদের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে যৌন সহিংসতা থেকে নারীরা ঠিক কতোটা সুরক্ষিত। জরিপে দেখায় বড় শহরের মধ্যে লন্ডন সবচেয়ে বেশি নারী বান্ধব, এরপরেই রয়েছে টোকিও ও প্যারিস। আর কায়রোর নারী অধিকার কর্মীরা বলছেন, দেশটির পুরনো প্রচলিত প্রথা গুলোই নারীদের প্রতি বৈষম্যের জন্য বেশি দায়ী এবং নারীদের জন্য প্রগতিশীল কোনো পদক্ষেপ নেয়াও সেখানে কঠিন। তাদের মতে ভালো স্বাস্থ্যসেবা, অর্থ ও শিক্ষার মতো বিষয়গুলোতেও নারীর জন্য সুযোগ কম।
    মিশরের সুপরিচিত সাংবাদিক শাহিরা আমিন বলছেন, শহরের সবকিছুই নারীর জন্য কঠিন এমনকি রাস্তায় হাঁটতে গেলেও বিভিন্ন হয়রানির শিকার হতে পারে একজন নারী। নারীদের জন্য বিপজ্জনক মেগাসিটির তালিকায় কায়রোর পরেই আছে পাকিস্তানের করাচী এবং কঙ্গোর কিনসাসা। আর যৌন হয়রানি বা ধর্ষণের জন্য সবচেয়ে খারাপ শহর হলো ভারতের দিল্লী ও এরপরেই আছে ব্রাজিলের সাও পাওলো। বিবিসি।
    পারমাণবিক যুদ্ধ যেকোনো সময়’ : জাতিসংঘে উ. কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রেয়ং
    চলমান কোরীয় পরিস্থিতি এমন সংকটজনক অবস্থায় পোঁছেছে যে, ‘যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রেয়ং। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানাচ্ছে, সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পরমাণু নিরস্ত্রীকরণ কমিটির কাছে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
    কিম ইন রেয়ং আরো বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৯৭০ সালের পর থেকে আজ পর্যন্ত পরমাণু হামলার হুমকির শিকার হয়ে আসছে তার দেশ। আর এ কারণে আত্মরক্ষায় পরমাণু অস্ত্র রাখার অধিকার রয়েছে উত্তর কোরিয়ার। তিনি আরো বলেন, প্রতিবছর শান্তিপূর্ণ কোরীয় অঞ্চলে ‘পরমাণু অস্ত্র’ নিয়ে সামরিক মহড়া চালিয়ে উত্তর কোরীয় নেতাকে সরানোর পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। ফলে এখন থেকে প্রতিবছর পারমাণবিক পরীক্ষাসহ বড় আকারের সামরিক মহড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কিম জং উনকে উৎখাতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের চেয়ে এই মহড়া আরো মারাত্মক হবে বলেও জানান তিনি।
    পরমাণু নিরস্ত্রীকরণ কমিটির কাছে উপরাষ্ট্রদূত কিম ইন রেয়ং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের গোটা ভূখণ্ড এখন আমাদের হামলার আওতায় রয়েছে। কাজেই মার্কিন সরকার যদি উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমিতেও আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই আমাদের শাস্তিমূলক পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না। তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু লেগে যেতে পারে।’ ইউএসএ টুডে।