• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই জার্মানি

    ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছে শীর্ষ ছয় দলের অবস্থান। গতকাল সোমবার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয় মাসের মতো সবার উপরে আছে জার্মানি।
    এরপর যথাক্রমে রয়েছে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম এবং পোল্যান্ড। একধাপ উপরে উঠে ফ্রান্সের অবস্থান সপ্তম। তিন ধাপ উপরে উঠে ফরাসিদের পরে রয়েছে স্পেন। দলগুলো ইতোমধ্যে আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
    চিলি নবম অবস্থানে থাকলেও তারা বিশ্বকাপের টিকিট পায়নি। দশম অবস্থানে থাকা পেরুকে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে প্লেঅফ খেলে মূলপর্ব নিশ্চিত করতে হবে। এদিকে র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থান ১৯৬ নম্বরেই আছে বাংলাদেশ।

    নারীদের জন্যে সবচেয়ে বিপজ্জনক শহর কায়রো; সবচেয়ে নিরাপদ লন্ডন, টোকিও

    নারীদের জন্যে সবচেয়ে বিপজ্জনক মেগাসিটি কায়রো অপর দিকে লন্ডন ও টোকিও সবচেয়ে সেরা, ১ কোটির বেশি লোকের বাস এমন শহর গুলোতে নারীরা কীভাবে বেড়ে উঠছে তার উপর প্রথম আন্তর্জাতিক বিশেষজ্ঞের জরিপে এ চিত্র দেখা যায়।

    টমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত জরিপে বিশেষজ্ঞদের ১৯টি মেগাসিটিতে নারীদের ইস্যু কীভাবে নারীরা যৌন সহিংসতা থেকে ও ক্ষতিকারক সাংস্কৃতিক চর্চা থেকে নিজেদেরকে রক্ষা করে এবং তাদের ভাল স্বাস্থ্যসেবা, অর্থ এবং শিক্ষার সুযোগ -ইত্যাদি নিয়ে প্রশ্ন রাখা হয়।

    কায়রো, আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রাজধানী, বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে, এরপরেই রয়েছে পাকিস্তানের করাচি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্যা কঙ্গো’র কিনশাসা, ভারতের রাজধানী দিল্লি।

    লন্ডন সবচেয়ে মহিলা বান্ধবপূর্ণ শহর, তারপর টোকিও এবং প্যারিসের স্থান ছিল।