• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের চিঠি

    ব্রিটিশ জাহাজ টাইটানিকের যাত্রী আমেরিকান ব্যবসায়ী অস্কার হলভারসন জাহাজটি ডুবে যাবার আগের দিন অর্থাৎ ১৩ই এপ্রিল ১৯১২ তার মাকে একটি চিঠি লিখেছিলেন। এবার সেটিই নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। জানা গেছে, চিঠিটি ১২৬ হাজার ডলারে বিক্রি হয়। টাইটানিকের নোটপেপারে লেখা একমাত্র ওই চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে থাকলেও ভালো অবস্থাতেই ছিল।

    ব্রিটিশ এক নাগরিকের কাছে এটি বিক্রি করা হয়, ওই ব্যক্তি টেলিফোনে নিলামে অংশ নিয়েছিলেন। নিলামদার অ্যান্ড্রু অ্যালড্রিজ বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা ‘ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন।’ উল্লেখ্য, হলভারসন ও তাঁর স্ত্রী ম্যারি সাউদাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন, তাদের বাড়ি নিউইয়র্কে ফিরে যাবার কথা ছিল তাদের। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের কিছু বর্ণনা। ‘জাহাজটা বিশাল বড় এবং দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তার স্ত্রীও রয়েছে আমাদের সঙ্গে। কোটি কোটি টাকা থাকলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন।’
    টাইটানিক ডুবে যাবার ফলে যে পনেরোশো মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে একজন ছিলেন হলভারসন। জেজে অ্যাস্টর ও তার স্ত্রীও মারা যান। তবে ম্যারি হলভারসন বেঁচে গিয়েছিলেন। তার স্বামী অস্কার হলভারসনের মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন তার পকেটে চিঠিটা পাওয়া যায়। চিঠিটার মধ্যে এখনও সাগর ও পানির চিহ্ন রয়েছে। হলভারসনের ওই চিঠি তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। নিলামদার অ্যালড্রিজ বলছেন ‘সম্ভবত এটাই জাহাজের কোনো যাত্রীর লেখা একমাত্র চিঠি যেটা তার মৃত্যুর কারণে পোস্ট না করা হলেও প্রেরকের কাছে পৌঁছেছে।’
    জাপানে সাধারণ নির্বাচন আজ: জয়ের সম্ভাবনা অ্যাবের
    জাপানের সাধারণ নির্বাচন আজ রবিবার। নির্দিষ্ট সময়ের এক বছর আগেই দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনেও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দলের জেতার সম্ভাবনা রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টোকিও গভর্নর ইউরিকো কোকি।
    গত মাসে শিনজো অ্যাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন। জাতীয় বিভিন্ন সমস্যা এবং উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু এই নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। ৪৮তম পার্লামেন্ট নির্বাচনে ভোটদানের হার কম হবে বলেই ধারণা করা হচ্ছে। অ্যাবের সরকারের বিরুদ্ধে দুটি দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ আছে। তবে অ্যাবে এসব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
    বিরোধী দল অভিযোগ করছে, নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, অ্যাবে মূলত উত্তর কোরিয়া ইস্যুকে নির্বাচনে জয়ের ক্ষেত্রে ব্যবহার করছেন। নির্বাচনে ১ হাজার ১৮০ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে অ্যাবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, সরকারের অংশীদার বুদ্ধিস্ট পার্টি হিসেবে পরিচিত কোমিয়েতো রয়েছে।
    তাদের বিরোধী পার্টি হিসেবে আছে পার্টি অব হোপ। গত মাসে ইউরিকো কোকি এই পার্টি গঠন করেন। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কোয়ালিশন দলগুলোর জেতার সম্ভাবনা রয়েছে। তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এর ফলে সংবিধান সংশোধনে তাদের আর কোনো বাধা থাকবে না।