• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ১ বছরের ছোট-বড় যমজ ভাই-বোন!

    যমজ ভাই-বোনরা সাধারণত একই সাথে পৃথিবীর আলো দেখে। কখনো কখনো জন্মের ব্যবধান কয়েক মিনিটও হয়। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যমজ ভাই-বোনের বয়সের পার্থক্য দাঁড়িয়েছে পুরো এক বছর!
    অবিশ্বাস্য মনে হলেও প্রকৃত ঘটনা হলো ২০১৭ সালের ৩১ জানুয়ারি ১১.৫৮ মিনিটে প্রথমে জন্ম নেয় ছেলে শিশু জোকুইন জুনিয়র অন্তিভারোস। তার জন্মের আঠারো মিনিট পরে ২০১৮ সালের ১ জানুয়ারি ১২.১৬ মিনিটে জন্ম হয় তার বোন আইতানা দি জেসাস অন্তিভারোসের।
    তাদের মা মারিয়া এসপারেনজা ফ্লোরেস রাইসের ডেলিভারির তারিখ ছিল এ বছরের ২৭ জানুয়ারি। কিন্তু নতুন বছরের প্রাক্কালে প্রসব বেদনা ওঠার পরই হাসপাতালে চলে আসেন তারা। দুই সন্তানের জন্ম সাল ভিন্ন হলেও তাতে মোটেও অখুশি নন তাদের বাবা-মা। বিরল এই ঘটনার সাক্ষী হওয়ার পাশাপাশি তাদের জন্য আরো একটি চমক অপেক্ষা করছিল।
    ২০১৮ সালের প্রথম শিশু জন্ম দেওয়ার জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী তিন হাজার ডলার উপহারও পেয়েছেন তারা।

    শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাস

    আমেরিকা মহাদেশে মানুষের আগমন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। আর সেটি এসেছে ১১ হাজার ৫০০ বছর আগের এক কন্যা শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষা করে।
    পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য, যে গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে জানা যায়নি।
    বিজ্ঞানীরা বলছেন, এই ডিএনএ পরীক্ষা থেকে এখন জানা যাচ্ছে, ২০ হাজার বছর আগে সাইবেরিয়া থেকে এক ঝাঁক মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিলেন। এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল বলে বিজ্ঞানীরা মনে করছেন। অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকানদের পূর্বপুরুষ।
    ছয়-বছর বয়সী এই মেয়ে শিশুটির কঙ্কাল ২০১৩ সালে আপওয়ার্ড সান রিভার প্রত্নতাত্ত্বিক খননের জায়গায় খুঁজে পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা এই শিশুটির না দিয়েছে: ‘শাচিতিয়ানেহ্ টিডেগে’ অর্থাৎ শিশু কিরণময়ী। বিবিসি বাংলা।