• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় প্রত্যাখ্যান করেননি

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো, আলোচনা আরম্ভ করার লক্ষ্যে উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু মুক্ত করা হবে এমন বার্তা প্রেরণের ইচ্ছা থাকলে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করেননি।

    মিঃ কোওনো, বর্তমানে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণ করছেন। তিনি বলেন যে, বর্তমান পর্যায়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোন অর্থবহ আলোচনা অনুষ্ঠান সম্ভব না হওয়ার বিষয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একমত পোষণ করে।

    তিনি, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পরিত্যাগ করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন। তবে মিঃ কোওনো, পরমাণু মুক্ত করণের জন্য প্রস্তুতি নিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হলে উত্তর কোরীয়রা কিধরণের প্রতিক্রিয়া প্রদর্শন করে তা দেখার জন্য দেশটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

    মিঃ কোওনো বলেন যে, তাঁর বিশ্বাস উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অজ্ঞাতসারে দেশটির সঙ্গে সংশ্লিষ্টতা পরিহারের বিষয়ে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।

    এসময় তিনি, জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়াতে বেলিজের পতাকাবাহী জাহাজ ব্যবহারের একটি উদাহরণ তুলে ধরেন।

    রোববারও মেলেনি বেগম খালেদা জিয়ার রায়ের অনুলিপি

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের সত্যায়িত অনুলিপি রোববারও পাওয়া যায়নি। সোমবার এ অনুলিপি পাওয়া যেতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে।

    রোববার (১৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া রায়ের অনুলিপির বিষয়ে আদালতে শুনানি করেন।

    আদালত সূত্র জানায়, ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান সোমবার রায়ের সত্যায়িত অনুলিপি দেওয়ার আশ্বাস দেন। সানাউল্লাহ মিয়া রোববার বিকেলেই অনুলিপি দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আইনজীবীর অনুরোধের জবাব দেননি বিচারক।

    আদালত থেকে বের হয়ে সানাউল্লাহ মিয়া রোববার বিকেলে বলেন, রায়ের কপি চেয়ে আমরা আদালতে শুনানি করেছি। রোববার বিকেলেই রায়ের সত্যায়িত কপি দেওয়ার আশা প্রকাশ করেছেন বিচারক।

    প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়।

    মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়।