• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • উত্তর কোরিয়া নিয়ে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে ওনোদেরার আলোচনা

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে উত্তর কোরিয়া বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই কোরিয়া পুনর্মিলনের মেজাজে রয়েছে এমন এক সময় তারা উত্তরের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

    ওনোদেরা সোমবার টোকিওতে সফররত মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলের সঙ্গে সাক্ষাৎ করেন।

    তিনি পিয়ংচাং শীতকালীন অলম্পিক চলাকালে উত্তর কোরিয়ার কথিত মায়াবি কটু আচরণের প্রসঙ্গ উত্থাপন করেন।

    ওনোদেরা বলেন, পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে নিজ অবস্থান আদৌ পরিবর্তন করে নাই উত্তর কোরিয়া। তিনি বলেন, উত্তরের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ।

    মিলে শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। সামরিক কর্মকর্তা হিসাবে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানে সক্ষমতার জন্য তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

    তিনি বিশ্বকে এ বার্তা প্রদানের আশা ব্যক্ত করেন যে, উত্তর কোরিয়া সমস্যা সমাধানে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়া একত্রে কাজ করবে।

    আবারো বিয়ে করলেন ইমরান খান

    পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক প্লেবয় ক্রিকেটার ইমরান খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁিড়তে বসলেন। কনে তার আধ্যাত্মিক গুরু। ইমরান খানের তাহরিকে ইনসাফ পার্টি (পিটিআই)-টুইটারে একথা জানিয়েছে। পিটিআই’র পক্ষ থেকে টুইটারে বলা হয়, লাহোরে রোববার ৬৫ বছর বয়সী ইমরান এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বুশরা ওয়াত্তোকে বিয়ে করেন। এতে বর-কনের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
    টুইটারে পোস্ট করা বিয়ের ছবিতে কনেকে লম্বা অবগুণ্ঠনে দেখা যায়। এক সময় আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নারীদের সঙ্গে সম্পর্কে জড়ানো ইমরান এখন প্রায়ই আধ্যাত্মিক গুরুদের সান্নিধ্যে যাওয়া-আসা করেন।
    পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান ও বুশরা ‘দীর্ঘদিন ধরে পরস্পরকে’ চিনেন। বুশরা রাজনীতিবিদদের আধ্যাত্মিক পরামর্শ দেয়ার জন্য ব্যাপক পরিচিত। ইমরান খানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ১৯৯৫ সালে তার বিয়ে হয়। ২০০৪ সালে ইমরান-জেমাইমার বিচ্ছেদ ঘটে। তাদের দুটি ছেলে রয়েছে। ইহুদী পরিবারের মেয়ে জেমাইমা পাকিস্তানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। তাছাড়া ইমরান খানের রাজনীতিতে জড়ানোর বিষয়টিও তিনি মেনে নিতে পারেননি। এরপর ইমরান ২০১৫ সালে রিহাম খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র ১০ মাস পর তাদের বিচ্ছেদ ঘটে। রিহাম ছিলেন স্থানীয় একটি টেলিভিশন শো’র উপস্থাপক। এছাড়া তিনি বিবিসি’র আবহাওয়া সংবাদের উপস্থাপিকা ছিলেন। সূত্র : এএফপি।