জয়ে শেষ কৃষ্ণাদের জাপান সফর
এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বকে সামনে রেখে বর্তমানে জাপানে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ কিশোরী দল। ওসাকায় সাকাই একাডেমির বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখলেন কৃষ্ণা রানী সরকাররা। গতকাল সাকাই একাডেমি মাঠে তিন প্রস্তুতি ম্যাচের শেষটিতে বাংলাদেশ ৩-১ গোলে হারায় সেইসো স্কুল দলকে। বাংলাদেশের পক্ষে ম্যাচের ২৮ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার, ৫৫ মিনিটে অনুচিং মগিনি এবং ৮৫ মিনিটে মারজিয়া একটি করে গোল করেন। ম্যাচের ৫০ মিনিটে স্বাগতিকদের একটি গোল শোধ দেন কাহো মাগোচি। এই সফরের প্রথম ম্যাচে সাকাই একাডেমির বিপক্ষে কৃষ্ণারা ৪-২ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে একই দলের কাছে তারা ৫-০ গোলে হারে। আর শেষ ম্যাচে সেইসো স্কুলকে হারিয়ে বাংলাদেশ কিশোরী দল জয়েই শেষ করলো জাপান সফর। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশের কিশোরীরা দ্বিতীয়বারের মতো জাপান সফরে গেছে। এ ছাড়া কৃষ্ণা বাহিনী সিঙ্গাপুর ও চীন সফরও করেছে। জাপান থেকে ফিরে তারা জুলাই-আগষ্টে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে যাবে প্রস্তুতি ম্যাচ খেলতে। এএফসির চুড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিতপক্ষ জাপান, অষ্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া।