অ্যাবের দিল্লি সফর
কৌশলগত অংশিদারিত্ব বাড়াতে ভারত-জাপান ঐকমত্য
দুই এশীয় গণতান্ত্রিক শক্তি ভারত ও জাপান কৌশলগত অংশিদারিত্ব বাড়ানোর ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের এই সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক পরিমন্ডলে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পরিমন্ডলেও দিল্লি-টোকিও উন্নত সম্পর্ক এবং প্রভাব বিদ্যমান।
যৌথ সংবাদ সম্মেলনে মোদী উল্লেখ করেন, ভারতের দ্রুত উন্নয়নে জাপান তো শরিক হবেই, একই সঙ্গে সন্ত্রাসবাদ, পরমাণু শক্তির আস্ফালন এবং অন্য যেকোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত-জাপান হাত মিলিয়ে কাজ করবে। আর লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ এর মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের কথাও ঘোষণা করেন তারা।
অন্যদিকে, দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আর উত্তর কোরিয়া যেভাবে পরমাণু অস্ত্র বানাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে, কঠোরতম ভাষায় তার নিন্দা করেন দুই নেতা। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও জাপান হাত মিলিয়ে কাজ করবে এবং সামরিক সহযোগিতা আরও বাড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে।