বাংলাদেশ ও মিয়ানমারকে জাপান ৪০ লক্ষ ডলার দেবে

রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি মোকাবেলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বলেছেন জাপান বাংলাদেশ ও মিয়ানমারকে ৪০ লক্ষ দেয়ার অঙ্গীকার করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া কোনো নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর উপর হামলার জন্যে কোনো রোহিঙ্গাদের সমালোচনা করে বলেন তার প্রেক্ষিতেই এই সহিংসতার উৎপত্তি। তিনি সাধারণ রোহিঙ্গাদের হত্যাকান্ডেরও সমালোচনা করেন যার প্রেক্ষিতে ৪ লক্ষেরও বেশি মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনএইচকে।