জাপানে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ঘোষণা অ্যাবের

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অন্তর্বর্তীকালীন সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেয়ার কথা জানিয়ে অ্যাবে বলেন, জাতীয় সংকট ও উত্তর কোরিয়ার ক্রমশ বেড়ে ওঠা হুমকি মোকাবেলায় জনগণের ম্যান্ডেটের জন্য এই নির্বাচন।
নির্বাচনের সিদ্ধান্ত এমন সময়ে আসলো যখন অ্যাবের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন থেকে উন্নতির দিকে এবং বিরোধীদলও বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। অ্যাবে নির্বাচনের তারিখ জানাননি তবে জাপানি গণমাধ্যম ধারণা করছে ২২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। উ. কোরিয়ার হুমকির মুখে অ্যাবের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এর আগে স্বজনপ্রীতির অভিযোগে তার জনপ্রিয়তা নিম্নমুখী ছিল।
জাপানের প্রধানমন্ত্রী শিক্ষা ও সামাজিক খাতে ২ ট্রিলিয়ন ইয়েন (১৭.৮ বিলিয়ন মার্কিন ডলার) প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাপানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে নতুন প্রণোদনা প্যাকেজ প্রয়োজন।