রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ষষ্ঠবারের মতো দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সংলাপে দ্বিপক্ষীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
একইসঙ্গে মানবিক সহায়তা, শান্তিরক্ষা মিশন, প্রতিরক্ষা, বাণিজ্য, সামরিক সহযোগিতা, সন্ত্রাস মোকাবিলা, নৌ সীমান্ত নিরাপত্তাসহ আঞ্চলিক ইস্যুতে দুই পক্ষ আলোচনা করেছে।
ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়েছে, রাখাইনে সেনা অভিযানের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। আর রোহিঙ্গাদের চরম মানবিক সংকটে সমর্থন ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে বাংলাদেশ।
সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) আবিদা ইসলাম।