অলিম্পিক সাইট গুলোতে ব্যাকটেরিয়ার মাত্রা সীমা অতিক্রম করে গেছে

২০২০ টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক সাইট গুলোতে ব্যাকটেরিয়া সহ অন্যান্য উপাদানের উপস্থিতি অনুমোদিত স্তরের চেয়ে উচ্চতর পাওয়া গেছে।

টোকিওর সাংগঠনিক কমিটি এবং টোকিও মেট্রোপলিটন সরকার ২৬ জুলাই এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শহরের ওয়াটারফ্রন্ট এলাকা এবং ওদাইবা মেরিন পার্কে জলবায়ুর জরিপ পরিচালনা করে।

পার্কটিকে ১০ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সাঁতার এবং ট্রাইথলনের ভেন্যু হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

জরিপের ফলাফলে কলিনফর্ম ব্যাকটেরিয়া এবং অন্যান্য পদার্থ ২৬ দিনের অর্ধেকের বেশি সময়ের জন্যে জাপান সরকার এবং গেমস আইনে নির্ধারিত মান অতিক্রম করে গেছে।

পার্কে পানির গুণমান উন্নত করার জন্য মেট্রোপলিটন সরকার প্রয়োজনীয় পদক্ষেপগুলি বিবেচনা করবে এবং ক্রীড়া সংগঠন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে বিষয়টি বোঝানোর চেষ্টা করবে।