জাপান মার্কিন গরুর মাংসরক্ষারপর্যালোচনা প্রস্তাব প্রস্তাব

জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মাসে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনায় জরুরি কর পর্যালোচনা প্রস্তাব করা হয়েছে।

দেশের কৃষকদের রক্ষা করার জন্য আগস্ট মাসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের হিমায়িত গরুর মাংস আমদানির উপর জারি করা হয়েছিল। একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে গেলে ৩৮.৫ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত কর বসানো হয়েছে।

মার্কিন সরকার জাপানের গৃহীত ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে, কেননা তারা জাপানে তাদের রপ্তানি সম্প্রসারণ করতে চাইছে।

জাপানি কর্মকর্তারা প্রতি মাসে একবারের পরিবর্তে প্রতি ১০ দিনে একবার আমদানি পরিমাণ পরীক্ষা করার প্রস্তাব দিচ্ছেন। এটি প্রচলিত ব্যবস্থাতেই উত্তরোত্তর সমন্বয় সাধন করতে পারে।

আমেরিকার দাবি আরো কঠোর হওয়া ঠেকাতেই এই প্রস্তাব করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনএইচকে।