ফুকুশিমা প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে ফুকুশিমা প্রিফেকচার ও তার আশেপাশে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৯।

০ থেকে ৭ মাত্রার জাপানি স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ এর কম।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিলো ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের নিকট মাটির ৫০ কিলোমিটার গভীরে। ধারণা করা হচ্ছে এটি ছিলো ২০১১ সালের ১১ মার্চের ভূমিকম্পের আফটারশক। সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

ফুকুশিমা ১নং পরমাণু চুল্লী সহ তোহোকু অঞ্চলে পারমাণবিক স্থাপনা গুলোতে কোনো ধরণের অস্বাভাবিকতা দেখা দেয়নি।