নারীদের জন্যে সবচেয়ে বিপজ্জনক শহর কায়রো; সবচেয়ে নিরাপদ লন্ডন, টোকিও

নারীদের জন্যে সবচেয়ে বিপজ্জনক মেগাসিটি কায়রো অপর দিকে লন্ডন ও টোকিও সবচেয়ে সেরা, ১ কোটির বেশি লোকের বাস এমন শহর গুলোতে নারীরা কীভাবে বেড়ে উঠছে তার উপর প্রথম আন্তর্জাতিক বিশেষজ্ঞের জরিপে এ চিত্র দেখা যায়।

টমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত জরিপে বিশেষজ্ঞদের ১৯টি মেগাসিটিতে নারীদের ইস্যু কীভাবে নারীরা যৌন সহিংসতা থেকে ও ক্ষতিকারক সাংস্কৃতিক চর্চা থেকে নিজেদেরকে রক্ষা করে এবং তাদের ভাল স্বাস্থ্যসেবা, অর্থ এবং শিক্ষার সুযোগ -ইত্যাদি নিয়ে প্রশ্ন রাখা হয়।

কায়রো, আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রাজধানী, বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে, এরপরেই রয়েছে পাকিস্তানের করাচি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্যা কঙ্গো’র কিনশাসা, ভারতের রাজধানী দিল্লি।

লন্ডন সবচেয়ে মহিলা বান্ধবপূর্ণ শহর, তারপর টোকিও এবং প্যারিসের স্থান ছিল।