আসিয়ানকে সাক্ষী রেখেই প্রকাশ্যে নতুন ‘চতুর্ভুজ’, ঘেরাওয়ের মুখে চিনফিং

আসিয়ান শিখর সম্মেলনকে সাক্ষী রেখেই এশিয়া-প্যাসিফিক অঞ্চল জুড়ে প্রবল শক্তিশালী জোট গঠনের পথে হাঁটল চার দেশ। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত— চিনকে সব দিকে থেকে ঘিরে রাখতে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে থাকা বিশাল  এলাকায় এই চার দেশ একসঙ্গে কাজ করবে, এমন কথা শোনা যাচ্ছিল বহু দিন ধরেই। চার দেশ পরস্পরের সঙ্গে যোগাযোগও বাড়াচ্ছিল নানা ক্ষেত্রে। কিন্তু ‘চতুর্ভুজ’ গঠনের স্পষ্ট কোনও পদক্ষেপ ছিল না। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এ বার সেই স্পষ্ট পদক্ষেপটিই করা হল। চিনের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে আলাদা বৈঠক করলেন ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তারা।

ম্যানিলায় চতুর্ভুজ বৈঠকটি হয়েছে রবিবার। স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের নজর কেড়েছে আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া-ভারতের এই সুস্পষ্ট অক্ষ। ভারতের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব প্রণয় ভার্মা এবং দক্ষিণ এশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় কুমার। আমেরিকার তরফে ছিলেন প্রখ্যাত কূটনীতিক অ্যালিস ওয়েলস এবং জাপানের তরফে বৈদেশিক নীতি বিভাগের উপমন্ত্রী সাতোশি সুজুকি।