কিউবার ক্যান্সারের টিকায় সাফল্যের সম্ভাবনা

কিউবার একদল বিজ্ঞানী ক্যান্সার চিকিত্সায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছেন। মার্কিন চিকিৎসা সাময়িকী ডাব্লিউমেইডে কিউবার বিজ্ঞানীদের আবিষ্কৃত ভ্যাকসিন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘ভ্যাক্সিরা’ নামের এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে বলে জানা গেছে।
চিকিত্সকরা আশাবাদী, এই ভ্যাকসিন ক্যান্সার চিকিত্সায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর ফলে বড় ধরনের কোনো সাফল্য এসেছে বলেও মনে করেন না বিজ্ঞানীরা।
এখন পর্যন্ত ক্যান্সার আক্রান্ত চার হাজার রোগীর ওপর ‘ভ্যাক্সিরা’ প্রয়োগ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সফলতা পাওয়া গেছে। এই ভ্যাকসিন তেমন ব্যয়বহুলও নয়। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই পাওয়া যাবে। ডাব্লিউমেইডে।