রাহুল গান্ধীই ভারতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন

ভারতীয় কংগ্রেস পার্টির বিগত উনিশ বছরের সভাপতির দায়িত্বে থাকা সোনিয়া গান্ধী এবার নতুন নেতৃত্বের হাতে দলটির হাল ছাড়তে চাচ্ছেন। তবে জানা গেছে, প্রকাশ্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাহুল গান্ধীই হতে যাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ এ রাজনৈতিক দলটির আগামী দিনের কর্ণধার। এখন শুধু ঘোষণার অপেক্ষা।
গতকাল সোমবার দিল্লির আকবর রোডে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন রাহুল। এর আগে, রাহুলকে সভাপতি পদে দেখতে ৮৯টি প্রস্তাব পেশ করেন কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়া সারাদেশের অন্তত ৯ হাজার আঞ্চলিক প্রতিনিধির সমর্থন গেছে রাহুলের পক্ষে।
গতকাল সোমবার ছিল দলটির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ওইদিন সকাল সাড়ে ১০টায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে কংগ্রেসের সদর দপ্তরে যান বর্তমান দলটির সহসভাপতি রাহুল গান্ধী। দিনের শেষে আর কারো মনোনয়নের খবর না আসায় বলা যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী। ইন্ডিয়ান এক্সপ্রেস।