নতুন বছরে মঙ্গল কামনায় জাপানিরা

নতুন বছর উপলক্ষ্যে মধ্য টোকিওর একটি শিনতো মন্দিরে ২০১৮ সালকে ঘিরে শুভ কামনার জন্য অসংখ্য প্রার্থনাকারীর ভিড় লক্ষ্য করা যায়। মধ্যরাতে ঘড়ির কাটা স্পর্শ করার আগেই এসব প্রার্থনাকারী মেইজি জিংগু মন্দিরে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন।

নতুন বছরের আগমনী ঘণ্টা বেজে উঠার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীরা বেড়া দেয়া নির্ধারিত স্থানে অর্থকরী নিবেদন এবং প্রার্থনা করেন।

পরিদর্শনকারীরা সেখান থেকে বিভিন্ন মাঙ্গলিক সামগ্রী কিনে আনতে পারেন এবং ভাগ্য লেখা চিরকুট দেখতে পারেন।

মেইজি জিংগু মন্দিরের কর্মকর্তারা বলেন, নতুন বছরের প্রথম ৩ দিনে ৩০ লাখ পুণ্যার্থীর আগমন ঘটবে বলে তারা ধারণা করছেন। এই সংখ্যা নতুন বছরের সময় জাপানের অন্যান্য যে কোন শিনতো বা বৌদ্ধ মন্দিরে যাওয়া পুণ্যার্থী সংখ্যার চেয়ে বেশি বলে মনে করা হয়।