টোকিও অলিম্পিক প্রস্তুতি জোরদার

২০২০ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিকের প্রস্তুতি জোরদার করে নিচ্ছে টোকিও পৌরসরকার।

অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠানের মাত্র দুই বছর সময় হাতে থাকায় টোকিও সরকার কয়েকটি নতুন স্থাপনা নির্মাণ শুরু করে দেয়ার পরিকল্পনা করছে।

একই সাথে বিদ্যমান স্থাপনাগুলোকে সংস্কারের পরিকল্পনা করছে তারা। এর মধ্যে শিবুইয়া ওয়ার্ডের একটি জিমখানা অর্ন্তভুক্ত রয়েছে। টেবিল টেনিস খেলার স্থান হিসাবে একে ব্যবহার করা হবে। কোতো ওয়ার্ডের একটি সাঁতার কেন্দ্রও এতে অর্ন্তভুক্ত যেখানে ওয়াটার পোলো ক্রীড়া অনুষ্ঠিত হবে।

কর্মকর্তারা বলছেন যে জুলাই মাস থেকে জিমখানাটি বন্ধ রাখা হবে। নভেম্বর মাসের শেষ নাগাদ সাঁতার কেন্দ্রটি বন্ধ করা হবে যাতে করে সংস্কারের কাজ এগিয়ে নেয়া যায়।

অলিম্পিক ক্রীড়া স্থানে পৌঁছানোর জন্য দুই নম্বর রিং রোডটি হবে প্রধান এক প্রবেশ রাস্তা। তবে সুকিজি মাছের বাজার স্থানান্তরকরণে বিলম্ব হওয়ায় নির্মাণ সময়সূচী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কর্মকর্তারা বলছেন যে ক্রীড়া চলাকালীন ক্রীড়াবিদদের পরিবহন এবং নিরাপত্তা রক্ষীদের মোতায়েনের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হবে।