ফুকুওকাতে বানরের গরম পানিতে স্নান উপভোগ

পশ্চিম জাপানের ফুকুওকা জেলায় অবস্থিত একটি চিড়িয়াখানায় বানরের একটি দল, তীব্র শীতল আবহাওয়া থেকে রক্ষা পেতে গরম পানিতে আশ্রয় গ্রহণ করেছে।

ফুকুওকা শহরের চিড়িয়াখানাটির কর্মীরা, জাপানী বর্ষপঞ্জি অনুযায়ী ঐতিহ্যগতভাবে সর্বাধিক ঠাণ্ডার দিন আজ ৫০টি বানরের জন্য একটি পুল গরম পানি দিয়ে ভরে দেন।

চিড়িয়াখানা পরিদর্শনকারী ৩১ বছর বয়সী জনৈক মহিলা, অল্প বয়সীদের সাথে নিয়ে বানরদের স্নানের দৃশ্য প্রত্যক্ষ করে হৃদয়ে উষ্ণতা অনুভব করেন বলে জানান।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ, আগামী মাসের শেষ নাগাদ পর্যন্ত প্রত্যেক শুক্র ও রবিবার বানরদের জন্য গরম পানিতে স্নানের ব্যবস্থা করবে।