জাপানের ৫৩ কোটি ৪০ লাখ ডলার ডিজিটাল মুদ্রা চুরি

জাপানের ৫৩ কোটি ৪০ লাখ ডলার চুরি হয়ে গেছে। দেশটির অন্যতম ডিজিটাল মুদ্রা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কয়েনচেক ইনকরপোরেশন জানিয়েছে, তাদের ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩৪ মিলিয়ন ডলার সমপরিমাণের ডিজিটাল অর্থ চুরি করা হয়েছে।
শুক্রবার এই ঘটনা ঘটে। ঘটনার পর কয়েনচেক ইনকরপোরেশন তাদের নেটওয়ার্কে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি সঞ্চয় ও উত্তোলন বন্ধ করে দেয়। তবে বিটকয়েন লেনদেন চলছে। ঘটনা সত্যি হলে ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সবচেয়ে বড় চুরির ঘটনা এটি। -বিবিসি