দিল্লী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইট হ্যাক করে শুক্রবার তাতে নিজেদের পরিচয় লিখে দেয় বাংলাদেশি হ্যাকাররা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশের সাইবার দমন শাখা। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বলা হয়েছে, ওয়েবসাইট খুললেই নজরে আসছিল হ্যাকারদের বার্তাটি। অ্যাডমিনদের উদ্দেশে সেখানে লেখা, ‘তোমাদের সিস্টেম এখন আর সুরক্ষিত নয়। দ্রুত মেরামত কর। না হলে আমরা আবার এখানে ঢুকে পড়ব। আমরা বাংলাদেশি।’
এর পরই বিষয়টি পুলিশে জানানো হয়। যদিও হ্যাকাররা কোনো তথ্য চুরি করতে পারেনি বলেই বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে। এমনকি, ওয়েবসাইটির কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। পাশাপাশি, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি করা হয়েছে দিল্লী বিশ্ববিদ্যালয় এবং পুলিশের তরফে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কে আহুজা ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি মেনে নিয়েছেন। তার কথায়, ‘কীভাবে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব তথ্য সুরক্ষিত রয়েছে।’ টাইমস অব ইন্ডিয়া।