যাও পর্বতে অগ্ন্যুৎপাত তৎপরতা

উত্তরপূর্ব জাপানের মিয়াগি এবং ইয়ামাগাতা জেলা জুড়ে অবস্থিত যাও পর্বতে অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট কম্পন ঘটেছে। আবহাওয়া কর্মকর্তারা স্থানীয় লোকজনকে এই অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

জাপানের আবহাওয়া এজেন্সি স্থানীয় অধিবাসীদের এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে অগ্ন্যুৎপাত সংঘটিত হলে পর্বতের উমানোসে কালদেরা এলাকা থেকে উদগীরিত পাথর ১.২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে পড়তে পারে।

কর্মকর্তারা বলছেন, গত রবিবার একবার এবং আজ বিকেল ৩টার মধ্যে দুইবার পর্বত এলাকায় অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট কম্পন অনুভূত হয়। তাদের মতে, কম্পনগুলো উষ্ণ ভূগর্ভস্থ পানি এবং আগ্নেয় গ্যাসের বিচলনের ইংগিত বহন করে