ক্ষুদ্র রকেট উৎক্ষেপণে জাপানের সাফল্য

জাপানের মহাকাশ সংস্থা, একটি অতি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ সাফল্যের সাথে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। একটি ক্ষুদ্র রকেট, এই অতি ক্ষুদ্র উপগ্রহটিকে বহন করে।

আজ বিকেল ২টো ৩ মিনিটে জাপান মহাকাশ গবেষণা সংস্থা বা “জাক্সা”, জাপানের দক্ষিণ পশ্চিমস্থ জেলা কাগোশিমাতে অবস্থিত উচিনোউরা মহাকাশ কেন্দ্র থেকে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম রকেটটিকে উৎক্ষেপণ করে।

জাক্সা বলে যে, এই রকেট অতি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।

এটি এই ক্ষুদ্র রকেট উৎক্ষেপণের জন্য জাক্সার দ্বিতীয় প্রচেষ্টা ছিল। গত বছর জানুয়ারিতে, প্রথম প্রচেষ্টা প্রযুক্তিগত কারণে ব্যর্থ হয়।