জাপানে বরফচূড়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ জাপানি যুগল

জাপানের তুষারাচ্ছাদিত কেন্দ্রীয় আল্পস পার্বত্য অঞ্চলের শূন্য ডিগ্রীর নিচের তাপমাত্রায় দুই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দু:সাহস দেখিয়েছেন।

মধ্য জাপানের নাগানো জেলার সেমজোজিকি কার্ল নামক বাটি আকৃতির ২ হাজার ৬ শ ১২ মিটার উচ্চতার একটি এলাকায় খোলা আকাশের নিচে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

পার্বত্য ঐ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রচারের উদ্দেশ্যে বছরের সবচেয়ে শীতল সময়ে বার্ষিকভাবে এই আয়োজন করা হয়ে থাকে।

ঝুলন্ত ট্রামের মাধ্যমে সংশ্লিস্ট লোকজন সেনজোজিকি কার্ল এ পৌঁছেন। ঐ এলাকায় পা রাখার পর তারা আলপহর্ন নামক একটি বাদ্যযন্ত্র বাজান।

দম্পতিগণ বরফের তৈরি একটি বেদির সম্মুখে বিবাহের রীতি অনুযায়ী পরস্পরের প্রতি নতজানু হন এবং আংটি বিনিময় করেন।

সেসময় আবহাওয়া ছিল চমৎকার কিন্তু তাপমাত্রা ছিল মাইনাস ১০.৫ ডিগ্রী সেলসিয়াস।

বয়স বিশের কোঠায় থাকা এরকম এক দম্পতি বলেন, প্রচণ্ড ঠাণ্ডা হলেও তারা বেশ খুশি। তারা বলেন, অনুরাগের স্মৃতি হয়ে থাকা এরকম চমৎকার প্রাকৃতিক ভূ-আবহে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারাটাকে তারা মূল্যায়ন করতে সমর্থ হয়েছেন।