বিওজে প্রধান বলেন, সরকার কুরোদার পুন:নিয়োগের প্রস্তাব করছে

জাপান সরকার সংসদ কমিটির কাছে ব্যাংক অব জাপান বা বিওজে’র গভর্নর হিসেবে হারুহিকো কুরোদাকে পুন:নিয়োগের প্রস্তাব করেছে।

মি: কুরোদা ২% মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মুদ্রা সহজীকরণ নীতিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা চালিয়ে আসছেন।

এই পদক্ষেপের মধ্যে ঋণাত্মক সুদের হারের নীতি অন্তর্ভুক্ত রয়েছে।
বিওজে’র প্রধান হিসেবে মি: কুরোদার বর্তমানের ৫ বছরের মেয়াদ এপ্রিল মাসে শেষ হবে।

বিরোধী দলের সদস্যরা মি: কুরোদার অপসারণ দাবি করে আসছেন।

তারা মুদ্রা নীতিতে একটি পরিবর্তন দেখতে চান। কেননা বিওজে তাদের ২%-এর লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমার পূর্বাভাস ইতোমধ্যেই ৬ বার বিলম্বিত করে নিয়েছে।

এছাড়া, সরকার বিওজে’এর নির্বাহী পরিচালক মাসাইয়োশি আমামিইয়া এবং ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাযুমি ওয়াকাতাবে’কে ডেপুটি গভর্নর হিসেবে মনোনয়ন দেয়।

মি: ওয়াকাতাবে’কে ব্যাপক মুদ্রা সহজীকরণ নীতির একজন সমর্থক হিসেবে দেখা হয়। তিনি ২০১৪ সালে সরকারের ভোগ্যপণ্য কর বাড়ানোর বিরোধিতা করেন।