জাপানের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় প্রত্যাখ্যান করেননি

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো, আলোচনা আরম্ভ করার লক্ষ্যে উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু মুক্ত করা হবে এমন বার্তা প্রেরণের ইচ্ছা থাকলে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করেননি।

মিঃ কোওনো, বর্তমানে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণ করছেন। তিনি বলেন যে, বর্তমান পর্যায়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোন অর্থবহ আলোচনা অনুষ্ঠান সম্ভব না হওয়ার বিষয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একমত পোষণ করে।

তিনি, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পরিত্যাগ করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন। তবে মিঃ কোওনো, পরমাণু মুক্ত করণের জন্য প্রস্তুতি নিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হলে উত্তর কোরীয়রা কিধরণের প্রতিক্রিয়া প্রদর্শন করে তা দেখার জন্য দেশটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

মিঃ কোওনো বলেন যে, তাঁর বিশ্বাস উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অজ্ঞাতসারে দেশটির সঙ্গে সংশ্লিষ্টতা পরিহারের বিষয়ে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।

এসময় তিনি, জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়াতে বেলিজের পতাকাবাহী জাহাজ ব্যবহারের একটি উদাহরণ তুলে ধরেন।