উত্তর কোরিয়া নিয়ে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে ওনোদেরার আলোচনা

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে উত্তর কোরিয়া বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই কোরিয়া পুনর্মিলনের মেজাজে রয়েছে এমন এক সময় তারা উত্তরের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

ওনোদেরা সোমবার টোকিওতে সফররত মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি পিয়ংচাং শীতকালীন অলম্পিক চলাকালে উত্তর কোরিয়ার কথিত মায়াবি কটু আচরণের প্রসঙ্গ উত্থাপন করেন।

ওনোদেরা বলেন, পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে নিজ অবস্থান আদৌ পরিবর্তন করে নাই উত্তর কোরিয়া। তিনি বলেন, উত্তরের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ।

মিলে শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। সামরিক কর্মকর্তা হিসাবে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানে সক্ষমতার জন্য তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বিশ্বকে এ বার্তা প্রদানের আশা ব্যক্ত করেন যে, উত্তর কোরিয়া সমস্যা সমাধানে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়া একত্রে কাজ করবে।