• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • শহর পরিচালনার উপায় নিয়ে আলোচনাকে উৎসাহিত করেছে ওসাকার ভোটঃ জাপানি প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহেদে বলেছেন, ওসাকায় অনুষ্ঠিত এক গণভোট বড় শহরগুলো কিভাবে পরিচালনা করা উচিত, সেই আলোচনায় উৎসাহ যুগিয়েছে।

    রবিবার পশ্চিম জাপানের শহরটিতে ভোটাররা, শহরটিকে বিলুপ্ত করে টোকিওর মত চারটি বিশেষ ওয়ার্ড প্রতিষ্ঠার একটি পরিকল্পনা প্রত্যাখান করেন।

    পাঁচ বছর আগে অনুষ্ঠিত অপর এক গণভোটেও অনুরূপ একটি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করা হয়।

    সুগা সাংবাদিকদের বলেন, দুই গণভোটেই সমর্থক ও বিরোধীদের সংখ্যার মধ্যে ফারাক ছিল খুব কম। তিনি বলেন, স্থানীয় অধিবাসীদের নিশ্চয়ই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়েছিল।
    প্রধানমন্ত্রী গণভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, স্থানীয় অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

    সুগা বলেন, জাপানের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক এলাকাগুলোকে পুনরুজ্জীবিত করার নানা উপায় নিয়ে আলোচনা হওয়া গুরুত্বপূর্ণ।

    টোকিওতে আজ নতুন করে ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার জাপানের রাজধানীতে নতুন করে ৮৭টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

    দৈনিক আক্রান্তের সংখ্যা দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মত ১০০-র নিচে নেমে এসেছে।

    কর্মকর্তারা জুলাই এবং অক্টোবরে আক্রান্ত হওয়ার খবর জানানো লোকের সংখ্যাও সংশোধন করে নিয়েছেন। তারা বলেন, পুনরায় পরীক্ষা করার পরে দেখা গেছে যে ৬ জনের ফলাফল ভুল করে ইতিবাচক এসেছিল।

    বর্তমানে টোকিও’তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৯৩-এ।

    ট্রাম্পের ১৮টি র‍্যালি থেকে ৩০ হাজারের বেশি করোনায় আক্রান্ত!

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৮ টি নির্বাচনী র‍্যালি থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই র‍্যালিগুলোতে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০০ জনের বেশি মানুষ। মার্কিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিং অন দ্য স্প্রেড অব কোভিড-১৯ঃ দ্য কেস অব ট্রাম্প র‍্যালিস’ শীর্ষক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

    গবেষণাটিতে জুনের ২০ তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত হওয়া ট্রাম্পের ১৮টি নির্বাচনী র‍্যালি পর্যবেক্ষণ করা হয়েছে।

    এই গবেষণা দলের সদস্যরা বলেন, বড়ো জনসমাবেশে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাদের যে সতর্ক বার্তা এবং শঙ্কা ছিল আমাদের বিশ্লেষণও দৃঢ়ভাবে সেটিকে সমর্থন করছে। ট্রাম্পের র‍্যালিগুলো যে সব কমিউনিটিতে হয়েছে সেখানকার মানুষদের কে চরম মূল্য দিতে হয়েছে।

    এদিকে এই গবেষণার কথা উল্লেখ করে একটি টুইট বার্তায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের কথা ভাবেন না। এমনকি সে তার নিজের সমর্থকদের কথাও ভাবেন না।

    করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৭২ জন।