• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ভূমিকম্প দূর্গত তুরস্কে রাতব্যাপী উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত

    তুরস্ক ও গ্রীসের মধ্যবর্তী আজিয়ান সাগরে ভূমিকম্প ও সুনামির আঘাতে উভয় দেশে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। তুরস্কে, উদ্ধারকারীরা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে আটকে পড়া লোকজনের সন্ধানে সারা রাত ধরে উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করেন।

    গতকাল অপরাহ্নে, ৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে সুনামি ঢেউয়েরও সৃষ্টি হয়।

    তুরস্ক ও গ্রীসের কর্তৃপক্ষগুলো, ভূমিকম্পের আঘাতে মোট প্রায় ৮শ ১২ জন আহত হয়েছেন বলে জানায়।

    প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী, সর্বাধিক ক্ষতিগ্রস্ত পশ্চিম তুরস্কের ইযমির প্রদেশে গিয়ে পৌঁছেছেন।

    স্থানীয় টেলিভিশন, এপর্যন্ত প্রায় ৭০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানায়।

    ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যাহত রয়েছে। তুরস্কের সরকার, ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে।

    করোনাভাইরাসের বিরুদ্ধে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে জাপান

    জাপান সরকার, অর্থনীতিকে সমর্থন দেয়ার পাশাপাশি ভাইরাসের বিস্তার রোধে নানা ধরণের পদক্ষেপ পরীক্ষা করে দেখছে। সম্প্রতি নতুন সংক্রমণের দৈনিক সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ার মাঝে এই পদক্ষেপ নেয়া হল।

    উল্লেখ্য, গত দু’মাস ধরে দৈনিক ১ হাজারেরও কম সংক্রমণের খবর জানা যাচ্ছে, যা গ্রীষ্মের মাঝামাঝি সময়ে সংক্রমণ চূড়ায় ওঠা থেকে কম।

    তবে, সাম্প্রতিক এই সংখ্যা মে মাসের শেষের দিকে সারা দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার সময় থেকে এখনও অনেক বেশি।

    এপর্যন্ত সর্বমোট ১ লক্ষ ১ হাজার ব্যক্তি ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৭শ’র বেশি।

    এর আগে গতকাল সরকার, চীন ও দক্ষিণ কোরিয়াসহ মোট নয়টি দেশ ও অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের জন্য জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়।

    এছাড়া, তারা, ফেরত আসা জাপানের বাসিন্দাদের জন্যও কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কার্যক্রমও শিথিল করছে।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন, “করোনাভাইরাসকে মোকাবিলার জন্য যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা হয়েছে, তা ব্যবহারের মাধ্যমে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সামাজিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব।”

    জাপানে বিনোদনকারীদের জন্য পরামর্শ দানের সেবা চালু করা হবে

    জাপান অ্যাকটরস্‌ ইউনিয়ন, তাকেউচি ইউকো এবং মিউরা হারুমা’র মত অভিনেতাদের আপাতদৃষ্টে আত্মহত্যা করার ধারাবাহিক ঘটনা’র পর, বিনোদন শিল্পের সাথে জড়িত লোকজনকে উপদেশ পরামর্শ দেওয়ার জন্য একটি পরিসেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

    প্রায় ২ হাজার ৬শো অভিনেতা ও কণ্ঠ অভিনেতা এই ইউনিয়নের সদস্য। বিনোদন জগতের লোকেদের পক্ষে যেহেতু সাধারণ মানুষের জন্য দেওয়া পরিসেবা ব্যবহার করতে অসুবিধা হয়, তাই ইউনিয়ন এদের জন্য আলাদা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করছে এবছরের শেষ দিকের মধ্যে পরিসেবাটি চালু করা সম্ভব হবে।

    ইউনিয়ন বলছে এই পরিসেবায় একটি ব্যবস্থায় বিনোদন জগতের লোকেরা, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবন নির্বিশেষে যেকোনো ব্যাপারে আবেগজনিত মানসিক কষ্টের বিষয়ে ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদের কাছ থেকে ইমেইল মারফত উপদেশ-পরামর্শ নিতে পারবেন।

    অন্যান্য ব্যবস্থার মধ্যে থাকবে যৌন হয়রানী সংক্রান্ত ব্যাপারে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং চুক্তি সংক্রান্ত বিষয়ের মত বিভিন্ন ক্ষেত্রে আইনজীবিদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুবিধা।

    টোকিও’তে শুক্রবার নতুন করে ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জাপানের রাজধানীতে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত নতুন করে ২০৪ জনের করোনাভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে।

    নতুন করে সংক্রমিত হওয়া লোকের সংখ্যা পর পর দু’দিন ২০০’র উপরে রয়েছে এবং পর পর ১১ দিন ১০০’র উপরে রয়েছে।

    টোকিও’তে ভাইরাসের পরীক্ষায় ফলাফল পজেটিভ হওয়া লোকের মোট সংখ্যা এখন ৩০ হাজার ৮৮১।

    করোনা: ছয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো ফ্রান্স

    ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি ফ্রান্সে গত ছয় মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।

    ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে যে গত একদিনে দেশটিতে নতুন করে ৩৩ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ হাজার ৬৪৬ জন বেশি। ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৯৯ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ হাজার ৫৪১ জন।

    করোনার সংক্রমণ প্রতিরোধে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরো আট শহরে কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকছে এই কারফিউ।

    এদিকে করোনার সংক্রমণ বাড়ায় বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । ধারণা করা হচ্ছে, করোনার সংক্রমণ রোধে কারফিউয়ের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

    সংক্রমণের পুনরুত্থানের মাঝে করোনাভাইরাস-রোধী পদক্ষেপ জোরদার করছে ইউরোপ

    ইউরোপীয় দেশগুলো করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে চলার মাঝে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর তাদের বিধিনিষেধ আরও কঠোর করে নিচ্ছে।

    ইতালি কেবল অক্টোবর মাসেই ২ লক্ষেরও বেশি নতুন সংক্রমণের খবর নিশ্চিত করে। ফলে সেদেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ৫ লক্ষ ৪০ হাজারের উপরে। ইতালীয় সরকার সোমবার থেকে শুরু করে রেস্তোরাঁগুলোকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়।

    রাজধানী রোমে, এক রেস্তোরাঁ মালিক এই বলে উদ্বেগ প্রকাশ করেন যে, নতুন বিধিনিষেধ প্রচুর ক্ষতি বয়ে আনতে পারে যা পুনরুদ্ধার করা হয়তো সম্ভব হবে না।

    রেস্তোরাঁ ব্যবসায়ীদের একটি সমিতি অনুমান করছে, রেস্তোরাঁ শিল্প এই নতুন ভাইরাস-রোধী পদক্ষেপসমূহ থেকে ২৭০ কোটি ইউরো বা প্রায় ৩১০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে।

    জার্মানি গত সপ্তাহ থেকে কোভিড-১৯’এর দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজারেরও বেশি হয়েছে বলে জানায়।

    সংক্রমণের এই পুনরুত্থান নুরেমবার্গ’এর বিশ্ববিখ্যাত ক্রিসমাস বাজারের কর্তৃপক্ষকে চলতি মৌসুমের জন্য এর কার্যক্রম বাতিল করে দিতে বাধ্য করে।

    জার্মানির অন্যান্য ক্রিসমাস বাজারগুলোও হয় বাতিল করা হয়েছে, নতুবা ছোট পরিসরে আয়োজিত হচ্ছে।

    ইউরোপ জুড়ে এই উদ্বেগ বেড়ে চলেছে যে, কঠোর বিধিনিষেধ অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

    জাপানের লোকালয়ে ৫ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক ভালুক দেখতে পাওয়া গেছে

    জাপান সরকারের কর্মকর্তারা ৫ বছরের মধ্যে সারা দেশের বিভিন্ন লোকালয়ে রেকর্ড সংখ্যক ভালুক দেখতে পাওয়ার পরে এক জরুরি বৈঠকের আয়োজন করেছেন।

    এনএইচকে জানতে পেরেছে যে, ১লা সেপ্টেম্বর থেকে ২৩শে অক্টোবরের মধ্যে ভালুকের আক্রমণে কমপক্ষে ৬৩ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে দু’জন পরে মারা যান।

    সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ এজেন্সির কর্মকর্তারা লোকালয়ে চলে আসা এবং লোকজনকে আক্রমণ করা ভালুক সামাল দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য সোমবার এক বৈঠক করেন।

    পরিবেশ মন্ত্রণালয়ের নাকাও ফুমিকো বলেন, এ ব্যাপারে জনগণের আগ্রহ বেড়ে চলেছে। তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি আরও আক্রমণ রোধের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

    বৈঠকে অংশগ্রহণকারীদের বলা হয়, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬৭০টি ভালুককে লোকালয়ে দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

    তারা এও জানতে পারেন যে, ভালুকের খাদ্য ওক গাছের ফল এবং অন্যান্য খাবার তাদের প্রাকৃতিক আবাসভূমিতে দুষ্প্রাপ্য হয়ে পড়েছে।

    কর্মকর্তারা ভালুক নিয়ে তথ্য ভাগাভাগির জন্য স্থানীয় কর্তৃপক্ষসমূহকে আহ্বান জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নিজেদের মধ্যে তথ্য ভাগাভাগির উপায় নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন।

    জাপানে কোম্পানিগুলোর বাড়ি থেকে কাজ করা কর্মীর সংখ্যা ২০ শতাংশেরও কম

    এক নতুন জরিপে দেখা গেছে, জাপানে শুধুমাত্র স্বল্প সংখ্যক লোকজন বাড়ি থেকে কাজ করার নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। এতে দেখা গেছে যে করোনাভাইরাসের বিস্তার রোধে এরকম আহ্বান জানানো সত্ত্বেও ২০ শতাংশেরও কম লোকজন টেলিকমিউটিং বা বাড়িতে থেকে কাজ করছেন।

    বেসরকারি “জাপান উৎপাদনশীলতা কেন্দ্র” চলতি মাসের পূর্বভাগে কোম্পানি কর্মীদের নিয়ে একটি জরিপ চালায়। তারা এটি খুঁজে পেতে চেয়েছিল যে বৈশ্বিক মহামারী বাস্তবক্ষেত্রে জাপানের লোকজনের কাজের ধরনে কোন পরিবর্তন ঘটিয়েছে কিনা।

    ফলাফলে দেখা যাচ্ছে, ১ হাজার ১শ জন উত্তরদাতার মধ্যে মাত্র ১৮ শতাংশ অক্টোবর মাস পর্যন্ত সপ্তাহে অন্তত একদিন বাড়িতে থেকে কাজ করেছেন।

    এই কেন্দ্রের কর্মকর্তারা বলেন, আঞ্চলিক শহর এবং ছোট কোম্পানিগুলোর সম্ভবত টেলিওয়ার্ক অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি-ব্যবস্থা নেই।

    টেলিকমিউটিং এর উৎপাদনশীলতা নিয়ে বাড়িতে থেকে কাজ করা ব্যক্তিদের মধ্যে কমবেশি বিভক্তি রয়েছে। ৫০ শতাংশ বলেছেন, তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং ৪৯ শতাংশ বলেছেন, হ্রাস পেয়েছে।

     
     

    করোনা মহামারির বিপজ্জনক পথে কিছু দেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে এবং বিশ্বের কয়েকটি দেশ বিপজ্জনক পথে রয়েছে। আগামী কয়েক মাস খুবই কঠিন হবে ।

    শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে গেব্রেয়াসুস বলেন, আমরা করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস খুবই কঠিন হতে যাচ্ছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে।

    তিনি আরো বলেন, অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা বাড়ানোর মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে তাদের আইসোলেশনে পাঠালে দেশগুলোকে আর লকডাউন জারি করতে হবে না।

    টোকিও অলিম্পিকের টিকিট ফেরতযোগ্য হবে

    এনএইচকে জানতে পেরেছে যে, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি জাপানে বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

    করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে চলতি বছর স্থগিত হওয়ার পর আগামী বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচি নির্ধারিত আছে।

    সংশ্লিষ্ট সূত্রসমূহ বলছে, স্থগিতকরণের কারণে লোকজন সম্ভবত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বিবেচনায় টিকিটের মূল্য ফেরত দেয়ার পরিকল্পনা করছে কমিটি।

    তারা বলছেন, নভেম্বরের ১০ তারিখ নাগাদ থেকে অলিম্পিক এবং ডিসেম্বরে প্যারালিম্পিকের জন্য কেনা টিকিট প্রায় ২০ দিন ধরে ফেরত দেয়া গৃহীত হবে।

    উল্লেখ্য, জাপানে প্রায় ৪৪ লক্ষ ৮০ হাজার অলিম্পিক টিকিট এবং প্রায় ৯ লক্ষ ৭০ হাজার প্যরালিম্পিক টিকিট বিক্রি হয়েছে। কমিটি বলেছে, স্থগিতকরণের পরও সেগুলো এখনও বৈধ কারণ ক্রীড়ার সময় সূচি একই রয়েছে।

    দশ হাজারের বেশি বিদেশিকে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি

    গত বছর দশ হাজারের বেশি বিদেশি নাগরিককে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। গত ১২ বছরে এই প্রথম ঐ সংখ্যা ১০ হাজার অতিক্রম করল।

    জাপান অভিবাসন সেবা এজেন্সি বলছে যে ১০ হাজার ৬৪৭ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি যা হল পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বা ১৪৬৮ জন বেশি।

    মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ বা সবচেয়ে বেশি সংখ্যক ৮৮৯০ জনকে তাদের প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকার কারণে প্রত্যাখ্যান করা হয়।

    তারা জাপানের বিভিন্ন স্থান দর্শনের উদ্দেশ্যে দেশে প্রবেশ করতে চাই উল্লেখ করলেও বাস্তবে এদেশে বেআইনি ভাবে কাজ করার পরিকল্পনায় ছিল।

    দেশ হিসাবে দেখতে গেলে তালিকার শীর্ষে রয়েছে চীন, যে সংখ্যা হল ৩৭৬৫ যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ গুণ বেশি।

    থাইল্যান্ডের ১৩৯৮ জন এবং তুরস্কের ৯২৫ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

    তিনটি দেশের লোকজন হল মোট অস্বীকৃতি জানানো লোকজনের প্রায় ৬০ শতাংশ।

    এজেন্সি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাখ্যাত হওয়া লোকজনের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি দেশে প্রবেশ করা লোকের সংখ্যাও ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

    জাপানে যাতে বিদেশি নাগরিকেরা বেআইনি ভাবে কাজ করতে না পারে সেই লক্ষ্যে কঠোর ভাবে পরীক্ষা চালাবে তারা বলে এজেন্সি আরো জানায়।

    ভাইরাসের বিরুদ্ধে মাস্কের কার্যকারিতা প্রমাণিত

    জাপানের গবেষকরা বলছেন তারা নিশ্চিত করেছেন যে মুখে পরার মাস্ক ভাইরাস বাতাসে ছড়িয়ে দেয়া এবং তা গ্রহণ করা, উভয় ঝুঁকি হ্রাসের বেলায় কার্যকর। এই ফলাফলে পৌঁছুতে তারা সত্যিকার করোনাভাইরাস এবং পূর্ণ-দেহ মানব মূর্তি ব্যবহার করেছেন।

    টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক কাওয়াওকা ইয়োশিহিরো এবং সহকারী প্রকল্প অধ্যাপক উয়েকি হিরোশি’র নেতৃত্বে একদল গবেষক এই ফলাফল পেয়েছেন।

    পরীক্ষায় তারা দুটি পূর্ণ দেহের মানব মূর্তিকে ল্যাবরেটরিতে মুখোমুখি অবস্থানে রাখেন। এর একটি থেকে বাতাসে ভেসে বেড়ানো করোনাভাইরাস থাকা ক্ষুদ্র কণা ছেড়ে দেয়া হয়। অন্যটিতে মানুষের নিঃশ্বাস গ্রহণের অনুকরণে বাতাস গ্রহণের ব্যবস্থা যুক্ত ছিল।

    একটি পরীক্ষায় গবেষকরা নিঃশ্বাস গ্রহণ করা মানব মূর্তির মুখে মাস্ক পরিয়ে দিয়েছিলেন। তারা বলছেন শুষে নেয়া ভাইরাসের পরিমাণ সেখানে কাপড়ের তৈরি মাস্ক ১৭ শতাংশ পর্যন্ত এবং সাধারণ একটি সার্জিকাল মাস্ক ৪৭ শতাংশ পর্যন্ত হ্রাস করে দেয়। তারা যখন মানব মূর্তির মুখে এন৯৫ মেডিকেল মাস্ক আঁটসাঁটভাবে বসিয়ে দিয়েছিলেন, সেরকম অবস্থায় পরিমাণ ৭৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

    ভাইরাস ছড়িয়ে দেয়া পূর্ণ দেহের মানব মূর্তিতে মাস্ক পরানো হলে কাপড় এবং সার্জিকাল মাস্ক উভয়ের বেলায় মাস্ক না পরা মূর্তির ভাইরাস গ্রহণের পরিমাণ ৭০ শতাংশের বেশি পর্যন্ত হ্রাস করে।

    গবেষকরা এছাড়া আরও জানিয়েছেন যে উভয় মূর্তির মুখে মাস্ক পরিয়ে দেয়া ভাইরাসের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে পারেনি।

    অধ্যাপক কাওয়াওকা বলেছেন আসল ভাইরাস ব্যবহার করে মাস্কের কার্যকারিতা যাচাই করে দেখার কোন গবেষণা এর আগে চালানো হয় নি। অধ্যাপক আরও বলেছেন যে মাস্ক সঠিকভাবে পরা যে গুরুত্বপূর্ণ সেটা তারা নিশ্চিত করেছেন।

    তিনি আরও উল্লেখ করেন মাস্ক যে ভাইরাসকে পুরোপুরি বাধাগ্রস্ত করতে পারেনা, সেটা জানা থাকা গুরুত্বপূর্ণ।

    চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের যৌথ নৌ মহড়া

    মালাবার নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের সঙ্গে এবার যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া। সোমবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে।

    জানা গেছে, নভেম্বরের শেষ দিকে, ভারত, আমেরিকা এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। অর্থাৎ পুরো ‘কোয়াড’ বা ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ’—এর অংশ গ্রহণ হবে এই মহড়া।

    এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হবে যখন চীন এবং অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব চলছে।

    এশিয়াজুড়ে চীনের আগ্রাসন রুখতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ নামে একটি জোট গড়ে তুলে ভারত। আর সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন চার দেশের এই জোটকে ‘ন্যাটো’র সঙ্গে তুলনা করেছিলেন। স্টিফেন বিয়েগুন বলেন , দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন বাড়ছে। বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তেও বেইজিং আক্রমণাত্মক মনোভাব নিয়েছে। তা রুখতে এই জোট কার্যকর ভূমিকা নিতে পারে।

    বেতন কমে সংসার চালাতে হিমশিম, পদত্যাগ চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

    বেতন কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই তিনি আগামী বসন্তে পদত্যাগ করতে চান।

    গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বরিস জনসন বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন।

    তার দল কনজার্ভেটিভের কিছু এমপি এ তথ্য দিয়েছেন। আর এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো ও দ্য মিরর।

    খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পত্রিকায় কলাম লিখতেন। সেমিনারে বক্তব্য করতেন। এতে তিনি মাসে আয় করতেন ২৩ হাজার পাউন্ড। সে হিসেবে তার বার্ষিক আয় ছিলো দুই লাখ ৭৬ হাজার পাউন্ড।

    সংবাদমাধ্যম মিররে বলা হয়, বরিস জনসন কখনো এক মাসে দুটি সেমিনারে বক্তব্য দিয়ে আয় করেছিলেন এক লাখ ৬০ হাজার পাউন্ড।

    তবে হোয়াইটহল সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, পদত্যাগের আগে আরও ছয় মাস অপেক্ষা করতে চান প্রধানমন্ত্রী। যাতে তিনি ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন এবং মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে যুক্তরাজ্যকে রক্ষা করতে পারেন।

    একজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীকে তার ৬ সন্তানের জন্য বছরে খরচ দিতে হয় ৪২ হাজার ৫০০ পাউন্ড। এই খরচ নিয়ে উদ্বিগ্ন তিনি।

    অন্যদিকে বিবাহ বিচ্ছেদের চুক্তি অনুযায়ী সাবেক স্ত্রী মেরিনা হুইলারকে একটা বড় অংকের অর্থ দিতে হয়। সব মিলিয়ে অর্থনৈতিক সমস্যায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ৪ কোটি ছাড়িয়ে গেছে

    বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে।

    চলতি মাসে ফ্রান্স, জার্মানি, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশ এবং রাশিয়ায় রেকর্ড সংখ্যক দৈনিক সংক্রমণের ঘটনা নিবন্ধন করা হয়।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার আন্তর্জাতিকমান সময় সকাল ৬টায় ৪ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮ ছিল বলে জানায়।

    যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮২ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন। এরপর যথাক্রমে ৭৫ লক্ষ সংক্রমণ নিয়ে ভারত, ৫২ লক্ষ নিয়ে ব্রাজিল এবং ১৪ লক্ষ সংক্রমণ নিয়ে রয়েছে রাশিয়া। কোভিড-১৯’এর কারণে সারা বিশ্ব জুড়ে ১১ লক্ষেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

    ভারত ও ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও ক্রমশ শীতকালের দিকে এগিয়ে চলায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও এই সংখ্যা বেড়ে চলেছে।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে প্রথম সংক্রমণের ঘটনাটি নিশ্চিত করার পর থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে সময় লেগেছে ১৬৬ দিন।

    তারা এটিও উল্লেখ করে যে, ২ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে ৪৪ দিন, ৩ কোটিতে পৌঁছাতে লেগেছে ৩৮ দিন এবং চলতি মাসে ৪ কোটি ছাড়িয়ে যেতে সময় লাগে মোট ৩১ দিন।