• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • Untitled Post

    Posted by admin on August 8
    Posted in Uncategorized 

    তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখতে যৌথভাবে কাজ করতে সম্মত কিশিদা,পেলোসি

    ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখতে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। চীনের সামরিক মহড়া ও জাপানের অর্থনৈতিক অঞ্চলে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর আজ শুক্রবার এ কথা জানাল সরকার।

    আজ সকালে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তার সরকারী বাসভবনে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি। এ সময় কিশিদা বলেন, জাপান-যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এক সঙ্গে কাজ করবে।

    কিশিদা আরও বলেন,”আমি স্পিকার পেলোসিকে জানিয়েছি যে, চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইইজেড-সহ জাপানের জলসীমায় আঘাত করায় আমাদের জাতীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে। জাপান এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে।”

    এদিকে, ন্যান্সি পেলোসির এ সফর ছিল গত ২৫ বছরের মধ্যে উচ্চ পর্যায়ের কোনও মার্কিন কর্মকর্তা হিসেবে তাইওয়ান আগমণ। তাঁর তাইওয়ান সফরের একদিনের মাথায় স্বশাসিত দ্বীপটি ঘিরে থাকা জলসীমায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন।

    চীনের টানা হুমকি অগ্রাহ্য করে ৮২ বছরের এই মার্কিন রাজনীতিক বুধবার তাইওয়ানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেছেন, তাঁর এই সফর স্পষ্ট করেছে যে, গণতান্ত্রিক তাইওয়ানকে পরিত্যাগ করবে না যুক্তরাষ্ট্র।

    প্রধানমন্ত্রী কিশিদা ছাড়াও পেলোসি আজ শুক্রবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিরোয়ুকি হোসোদার সাথেও দেখা করেছেন। ২০১৫ সালের পর পেলোসির এটি প্রথম জাপান সফর। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া থেকে জাপান পৌঁছান।

    মন্ত্রিসভায় রদবদলে স্থলাভিষিক্ত হতে পারে প্রতিরক্ষা মন্ত্রী কিশির

    জাপানের মন্ত্রিসভায় রদবদলে স্থলাভিষিক্ত হতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশির।আজ শনিবার এ কথা বলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

    প্রশাসনের সিনিয়র সূত্র জানায়,কিশিদা বুধবার তার মন্ত্রিসভা এবং তার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির কার্যনির্বাহী লাইনআপ পুনর্গঠন করার পরিকল্পনা করছেন। এলডিপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ১০ জুলাই কাউন্সিলর পরিষদের নির্বাচনে ব্যাপক বিজয় অর্জনের পর মন্ত্রিসভায় এটিই হবে প্রথম পরিবর্তন।

    কিশিদা বলেন, নতুন মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের ইউনিফিকেশন চার্চের সাথে তাদের সম্ভাব্য সম্পর্ক পর্যালোচনা করার নির্দেশ দেবেন, যা প্রায় এক মাস আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার পরে জনসাধারণের তদন্তের আওতায় এসেছে।

    কিশিদা তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের যেমন অর্থমন্ত্রী শুনিচি সুজুকি, পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জুনিয়র কোয়ালিশন পার্টনার কোমেইটোর সদস্য ভূমিমন্ত্রী তেতসুও সাইতোকে ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।

    প্রশাসনের সূত্র থেকে জানায়, কিশিদার নতুন মন্ত্রিসভায় উপদল থেকে কতজন অংশ নেবেন সেদিকে মনোযোগ দেওয়া হচ্ছে। প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো যিনি পূর্বে আবের নেতৃত্বাধীন গোষ্ঠীর অন্তর্গত, তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে। এলডিপির বৃহত্তম উপদলের নেতৃত্ব ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।

    প্রধানমন্ত্রী বলেন,রদবদলের পরে এপ্রিল থেকে আগামী অর্থবছরের জন্য একটি রাজ্য বাজেট তৈরির কাজ শুরু হবে।সরকারের আরেকটি অগ্রাধিকার হচ্ছে দেশের নিরাপত্তা জোরদার করা এবং প্রতিরক্ষা ব্যয় কতটা বাড়ানো হবে তা নির্ধারণ করা।

    পশ্চিম জাপানের শহরটিতে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদানের পর হিরোশিমায় একটি সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, “আমি সবসময় নতুন সদস্যদের নিয়ে নতুন করে শুরু করার কথা ভাবছি।আমি এখন এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”