শিশু কাঁদানো প্রদর্শনী!

জাপানে অন্যরকম এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রতি বছর। এই প্রদর্শনীর নাম ‘কাঁদানে সুমো’। সুমো কুস্তিগীরদের হাতে ধরিয়ে দেয়া হয় শিশুদের। তারা দুই হাতের মধ্যে নিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকে যতক্ষণ পর্যন্ত না শিশুরা উচ্চস্বরে কান্নাকাটি শুরু করে।

গত রবিবার রাজধানী টোকিওতে হয়ে গেল এ বছরের প্রদর্শনী। এতে কয়েকশ’ শিশুকে কাঁদানো হয়। জাপানিরা বিশ্বাস করে, এর মাধ্যমে শিশুর মঙ্গল হয়। দু’জন কুস্তিগীর একে একে শিশুদের ধরে ঝাকিয়ে ঝাকিয়ে কাঁদাতে থাকেন। সন্তানদের এভাবে কাঁদতে দেখে অনেক বাবা-মাও কষ্টে কেঁদে   ফেলেন। কিন্তু তারপরেও তারা সহ্য করে গেছেন সন্তানের জন্য ভালো হবে মনে করে। তাদের ধারনা, এই দিন থেকে সন্তান কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করল, তাদের সহ্যশক্তি বাড়লো এবং অন্যায়ের প্রতি কঠোর মনোভাব তৈরী হলো।

প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে এই ব্যক্তিক্রমী চর্চা। -ইউপিআই