জাপানে সম্রাট আকিহিতোর পদত্যাগ বিল অনুমোদন

জাপান সরকার এমন এক বিল অনুমোদন করেছে, যা পাস হলে দেশটির সম্রাট আকিহিতো ইচ্ছামাফিক পদত্যাগের অনুমতি পাবেন। জানা গেছে গত বছর ৮৩ বছর বয়সী এই রাজা বলেছিলেন, বয়স ও স্বাস্থ্য তার জন্য রাজকীয় দায়িত্ব পালনকে কঠিন করে তুলছে।
কিন্তু তিনি জীবিত অবস্থায় বিলুপ্ত হতে এবং তার উত্তরসূরি নারুহিতোকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বিধান নেই জাপানের প্রচলিত আইনে।
আশা করা হচ্ছে, কোনো বাধা-বিঘ্ন ছাড়াই এ বিলটি দেশটির সংসদে পাশ হবে। এছাড়া কোন ঝামেলা ছাড়াই এই আইনের পরিবর্তন আসবে বলে শুক্রবার কেবিনেটের প্রধান সচিব ইয়োশিহাইদ সুগা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে বাবা হিরোহিতোর মৃত্যুর পর জাপানের সম্রাট হন আকিহিতো। ২৭ বছর পর এখন তার বয়স ৮২ বছর। ভুগছেন ক্যান্সার ও হৃদরোগসহ নানা অসুখে। বিবিসি।