বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল কৃত্রিম বুদ্ধিমত্তা

গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপমিন্ড আলফাগো হারিয়ে দিয়েছে শীর্ষস্থানধারী গো খেলোয়াড় কে জিইকে। তিন ধাপের ম্যাচের প্রথম দুটি জয় করে আলফাগো বিজয় নিশ্চিত করে।
ডিপমিন্ডের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস বলেন, কে জিই একদম ‘নিখুঁত’ ভাবেই খেলেছে এবং আলফাগো কে তার ‘সর্বোচ্চ সীমা পর্যন্তই ধাক্কা দিয়েছে’।
পরাজয়ের পর কে জিই সাংবাদিকদের বলেন, হারার কারণে একটু খারাপ লাগছে। আমার ধারনা ছিল যে আমি ভালোই খেলছিলাম তাই একটু অনুশোচনা হচ্ছে এখন।
গো খেলায়, ১৯ বাই ১৯ ঘরের একটি বোর্ডের মধ্যে পাথর বসাতে হয়। যে সবচেয়ে বেশি এলাকায় পাথর বসাতে পারবে সেই এই ম্যাচ জিতে যাবে। এই খেলাটি অন্যতম জটিল খেলা হিসেবে সারা বিশ্বে সমাদৃত। দাবার খেলার চেয়েও বেশি চ্যালেঞ্জিং কম্পিউটারের জন্য।
পুরনো অঙ্ক অধ্যয়ন আর নিজে নিজেই হাজারবার এই খেলায় অংশ নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছিল আলফাগো ।
কোম্পানিটি বলছে, এই খেলার আসল উদ্দেশ্য হল বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধির প্রয়োগ ঘটানো। তবে কোম্পানির বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক নোয়েল শার্কে বলেন, সাধারণ বুদ্ধিমত্তা তৈরি কর এটা এখনো অনেক দূরের পথ। বিবিসি।