জাপানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

জাপানে সাজাপ্রাপ্ত দুই খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ড রহিত করার আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলোর আহবান উপেক্ষা করে বৃহস্পতিবার তা কার্যকর করা হলো। দেশটির বিচার মন্ত্রণালয় একথা জানায়।
২০১২ সালে জাপানের রক্ষণশীল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ক্ষমতায় আসার পর থেকে এনিয়ে মোট ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়েকটি জাপানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯১ সালে জাপানের পশ্চিমাঞ্চলে বারের মালিক এমন চার নারীকে হত্যার দায়ে মাসাকাতসু নিশিকাওয়াকে (৬১) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া ২০১১ সালে নারী সহকর্মীকে হত্যার দায়ে সুমিদকে (৩৪) একই সাজা দেয়া হয়।
উল্লেখ্য, উন্নত দেশগুলোর মধ্যে কেবলমাত্র জাপান ও যুক্তরাষ্ট্রে এখনো মৃত্যুদণ্ডের মতো শাস্তি কার্যকর রয়েছে। সরকারের মুখপাত্র ইয়োশিহিদ সুগা জানান, বিচার মন্ত্রী কাতসুতোশি কানেদা এ দুই আসামীর মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেন। এএফপি।