জাপানে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার দেশটির মন্ত্রীসভা পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। কিছু মন্ত্রীর দুর্নীতির কারণে সরকারের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে, সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার ও জনসমর্থন পাবার আশায় আবে এ পদক্ষেপ নেন।

জানা গেছে, সাবেক প্রতিরক্ষা প্রধান ইতসুনোরি ওনোদেরাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিরিয়ে আনা হচ্ছে। গত সপ্তাহে আবের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তোমোমি ইনাদা এই পদ থেকে দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে পদত্যাগ করেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছেলে তারো কোনোকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। উল্লেখ্য, রাজনৈতিক পরিবারের সন্তান আবে ২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। এএফপি।