দু্ই-তৃতীয়াংশ আসনে জয় অ্যাবের: উ. কোরিয়াকে মোকাবিলার অঙ্গীকার
জাপানের আগাম পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দল। এর মাধ্যমে সংবিধান সংশোধনে আর কোনো বাধা থাকলো না অ্যাবের কোয়ালিশন দলের। খবর এবিসি নিউজ ও সিএনএনের

জাপানের গণমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, শিনজো অ্যাবের লেবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং ছোট অংশিদার মিলে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩১২টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩১০টি আসন। চারটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। এ নিয়ে তৃতীয় মেয়াদে অ্যাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী অ্যাবে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন। তিনি রবিবারই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি সার্বভৌমত্ব রক্ষায় কঠোর নীতি গ্রহণ করবেন। সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা হবে।