জানুয়ারিতে জাপানের প্রথম ক্ষেপণাস্ত্র মহড়া

জাপানের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার আগামী মাসে প্রথম ক্ষেপণাস্ত্র অপসারণ মহড়া করবে। ২২ জানুয়ারি টোকিও ডোম স্টেডিয়ামের বিনোদন পার্ক এবং সাবওয়ে স্টেশনে মহড়াটি অনুষ্ঠিত হবে।  একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ভূখন্ডে আঘাত হানতে যাচ্ছে এমন দৃশ্যপটকে মহড়ার সামনে রাখা হবে। দেশ জুড়ে জে-এলার্ট ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হওয়ার পর প্রায় ২৫০ মানুষ দ্রুত কোনো ভবনে বা ভূগর্ভে নিরাপদ আশ্রয় নেবেন।

কেন্দ্রীয় সরকার মার্চ থেকে দেশের ২৫টি পৌরসভা নিয়ে যৌথ ভাবে মহড়া করে আসছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সামান্যই মহড়া হয়েছে কেননা তার জন্যে পথঘাট বন্ধ রাখা সহ বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। এনএইচকে।