জাপানের অলিম্পিক দলের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি

পিয়ংচাং অলিম্পিকে অংশগ্রহণ করা জাপানের প্রতিনিধি দলটিকে আজ টোকিওতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

জাপানের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রেকর্ড সংখ্যক ১৩টি পদক জয় শেষে গতকাল দেশে ফিরে আসে।

জাপানের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ৎসুনেকাযু তাকেদা ক্রীড়াবিদদের প্রশংসা করে বলেন, অলিম্পিকে অংশগ্রহণকালীন তাদের সততা এবং প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সাহস উদ্রেকের পাশাপাশি বিশ্ব জুড়ে ক্রীড়ানুরাগীদের হৃদয়ে গভীর দাগ কেটেছে।

তিনি বলেন, জাপানের ফলাফল প্রত্যাশা পূরণ করেছে। এছাড়া এসময় মি: তাকেদা এই প্রত্যাশাও ব্যক্ত করেন যে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও জাপানের ক্রীড়াবিদরা শক্তিশালী ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করবেন