জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন কৃষকের ছেলে ইয়োশিহিদে সুগা

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে সোমবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রী হবেন বলে খবর প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান।

মোট ৫৩৪ ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।

উত্তর জাপানের গ্রামাঞ্চলের একজন স্ট্রবেরি কৃষকের ঘরে জন্ম নিয়েছিলেন ইয়োশিহিদে সুগা। মেধা আর পরিশ্রমে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদে পরিণত হন।

এদিকে গত মাসে স্বাস্থ্যকে কেন্দ্র করে পদত্যাগের ঘোষণা দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শিনজো আবে।