বিদেশীদের জাপানে আগমন শিথিল করা হয়েছে

জাপান সরকার, আগামী মাসে সারা বিশ্বের দেশগুলো থেকে পর্যটক ছাড়া বিদেশী নাগরিকদের জাপানে আগমনের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গতকাল প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদেসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত করোনাভাইরাস মোকাবিলায় গঠিত সরকারের টাস্কফোর্সের বৈঠকে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা, ব্যবসায়ী, চিকিৎসা পেশাজীবী, শিক্ষাবিদ ও ছাত্রসহ মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী বিদেশী নাগরিকদের পর্যায়ক্রমে জাপানে প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে একমত হন।

তবে এসকল বিদেশী নাগরিকদের ক্ষেত্রে তাদের গ্রহণ করা কোম্পানি বা সংস্থার মত স্পনসররা জাপানে প্রবেশের পর ১৪ দিনের সঙ্গনিরোধ নিশ্চিত করলেই কেবল জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে।

আবার, দৈনিক জাপানে প্রবেশের অনুমতি প্রদানের সংখ্যাও সীমিত রাখা হবে।