করোনাভাইরাস বৈশ্বিকভাবে লোকজনের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে- ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে যে, তাদের জরিপ চালানো ৯০ শতাংশেরও বেশি দেশের গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সেবাকে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিঘ্নিত বা স্থগিত করেছে।

ডব্লিউএইচও জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ১৩০টি দেশের উপর এক জরিপ চালায়।

তারা দেখতে পায় যে, ৯৩% দেশ এই বৈশ্বিক মহামারীর কারণে মানসিক স্বাস্থ্য সেবার উপর প্রভাব পড়ার অভিজ্ঞতা লাভ করেছে।

৬৭% দেশ পরামর্শ দেয়া এবং সাইকোথেরাপি’র ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এবং ৩৫% দেশ জানায় যে জরুরি হস্তক্ষেপও প্রভাবিত হয়েছে।

ডব্লিউএইচও বলছে, বৈশ্বিক মহামারী মানসিক স্বাস্থ্য সেবার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটি উল্লেখ করে যে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের কারণে উদ্ভূত মৃত্যু-শোক ও একাকীত্বের জন্য অ্যালকোহলের ব্যবহার এবং অনিদ্রা বেড়েছে।

ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভোরা ক্যাসটেল সাংবাদিকদের বলেন, “এটি কোভিড’এর একটি বিস্মৃত দিক” এবং বলেন, চ্যালেঞ্জের একটি অংশ হচ্ছে, মানসিক স্বাস্থ্য সেবা খাতে ঐতিহাসিকভাবেই তেমন তহবিল বরাদ্দ দেয়া হয় না।