উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বর্ধিত করা হল

২০টি প্রধান অর্থনীতির একটি গ্রুপ বা জি-২০, করোনাভাইরাস মহামারীর কারণে সমস্যায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার লক্ষ্যে একটি ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ ছয় মাস পিছিয়ে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে।

জি-২০’র অর্থ মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনররা বুধবার ইন্টারনেটের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন। ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ চলতি বছরের শেষ নাগাদ নির্ধারিত ছিল তবে তা বর্ধিত করার সিদ্ধান্ত নেন তারা।

আগামী মাসের শেষে নির্ধারিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ঋণের পরিমাণ কমিয়ে আনার মত বিভিন্ন ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করার বিষয়েও তারা সম্মত হন।

এযাবতকাল পর্যন্ত ঋণ লাঘব সংক্রান্ত আলোচনায় চীনের অংশ গ্রহণ ছিল এক প্রতিবন্ধক। সেখানকার সরকারের সাথে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের বিস্তারিত নিয়ে কিছুই জানায়নি এবং ঋণ পরিশোধ স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।