জাপানে বিনোদনকারীদের জন্য পরামর্শ দানের সেবা চালু করা হবে

জাপান অ্যাকটরস্‌ ইউনিয়ন, তাকেউচি ইউকো এবং মিউরা হারুমা’র মত অভিনেতাদের আপাতদৃষ্টে আত্মহত্যা করার ধারাবাহিক ঘটনা’র পর, বিনোদন শিল্পের সাথে জড়িত লোকজনকে উপদেশ পরামর্শ দেওয়ার জন্য একটি পরিসেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

প্রায় ২ হাজার ৬শো অভিনেতা ও কণ্ঠ অভিনেতা এই ইউনিয়নের সদস্য। বিনোদন জগতের লোকেদের পক্ষে যেহেতু সাধারণ মানুষের জন্য দেওয়া পরিসেবা ব্যবহার করতে অসুবিধা হয়, তাই ইউনিয়ন এদের জন্য আলাদা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করছে এবছরের শেষ দিকের মধ্যে পরিসেবাটি চালু করা সম্ভব হবে।

ইউনিয়ন বলছে এই পরিসেবায় একটি ব্যবস্থায় বিনোদন জগতের লোকেরা, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবন নির্বিশেষে যেকোনো ব্যাপারে আবেগজনিত মানসিক কষ্টের বিষয়ে ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদের কাছ থেকে ইমেইল মারফত উপদেশ-পরামর্শ নিতে পারবেন।

অন্যান্য ব্যবস্থার মধ্যে থাকবে যৌন হয়রানী সংক্রান্ত ব্যাপারে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং চুক্তি সংক্রান্ত বিষয়ের মত বিভিন্ন ক্ষেত্রে আইনজীবিদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুবিধা।