ভূমিকম্প দূর্গত তুরস্কে রাতব্যাপী উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত

তুরস্ক ও গ্রীসের মধ্যবর্তী আজিয়ান সাগরে ভূমিকম্প ও সুনামির আঘাতে উভয় দেশে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। তুরস্কে, উদ্ধারকারীরা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে আটকে পড়া লোকজনের সন্ধানে সারা রাত ধরে উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করেন।

গতকাল অপরাহ্নে, ৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে সুনামি ঢেউয়েরও সৃষ্টি হয়।

তুরস্ক ও গ্রীসের কর্তৃপক্ষগুলো, ভূমিকম্পের আঘাতে মোট প্রায় ৮শ ১২ জন আহত হয়েছেন বলে জানায়।

প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী, সর্বাধিক ক্ষতিগ্রস্ত পশ্চিম তুরস্কের ইযমির প্রদেশে গিয়ে পৌঁছেছেন।

স্থানীয় টেলিভিশন, এপর্যন্ত প্রায় ৭০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানায়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যাহত রয়েছে। তুরস্কের সরকার, ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে।