মার্কিন জ্বালানীবাহী জাহাজের নিরাপত্তায় জাপানের রণতরী প্রেরণ

বিতর্কিত সামরিক আইন পাসের পর মার্কিন জ্বালানীবাহী জাহাজের নিরাপত্তায় এই প্রথম সবচেয়ে বড় রণতরী পাঠালো জাপান। কোরীয় উপসাগরে প্রেরিত মার্কিন নৌবহরের (কার্ল ভিনসন) জ্বালানীবাহী একটি জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারবাহী ‘ইজুমো’কে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ক্রমবর্ধমান উত্তর কোরিয়-মার্কিন উত্তেজনার মধ্যে কার্ল ভিনসনকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ডুবিয়ে দেয়া হবে বলে হুমকি দেন কিম জং উন। এমনকি গত রবিবার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নিভৃতাকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যকলাপ থামাতে বাববার সতর্কবানী দিয়ে আসছে।
জাপান টাইমস জানাচ্ছে, প্রায় আড়াইশো  মিটার লম্বা ‘ইজুমো’ নয়টি পর্যন্ত হেলিকপ্টার বহনে সক্ষম এবং এটিকে মার্কিনীদের উভচর হামলায় ব্যবহৃত রণতরীর মতো শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।
সংবাদসংস্থা কিয়োদো আরো জানাচ্ছে, জাপানের পশ্চিমাঞ্চলীয় উপকূল শিকোকুতে মার্কিন ওই জাহাজটিকে পাহারা দিতে টোকিওর দক্ষিণের বন্দর থেকে যাত্রা করেছে ইজুমো।